বঙ্গবীর কাদের সিদ্দিকী, বাংলাদেশের রাজনীতির একটি বড় নাম এটি। শুধু রাজনীতির নয় বাংলাদেশের ইতিহাসেও এই নামটি হয়ে আছে বেশ উজ্জ্বল। তবে নানা সময়ে নানা ধরনের সব সমালোচনার কারণ হয়ে ওঠেন তিনি। আবার অনেক সময় প্রকাশ করেন নিজের কষ্টের কথাও। সম্প্রতি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, অনেক কষ্টে এ দেশ স্বাধীন করেছি। স্বাধীন দেশে কিছু সম্মান নিয়ে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু এদেশের সরকারি কর্মকর্তা ও পুলিশ বাহিনী আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে না। এটা খুবই দুঃখজনক।
বঙ্গবীর বলেন, আমার দল ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হবে।
শনিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের লতিফপুর একতা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা শাখার সভাপতি মো. আমজাদ সিকদারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন কাদের সিদ্দিকীর স্ত্রী বেগম নাসরীন কাদের সিদ্দিকী, তার ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী প্রমুখ।
প্রসঙ্গত, এ দিকে সম্প্রতি সময়ে কাদের সিদ্দিকী সব থেকে বেশি সমালোচিত হয়েছে তার কয়েকটি বক্তব্যের কারনে।বিশেষ করে এক দল থেকে আরেক দলে যোগ দেয়া নিয়ে বার বার তিনি হচ্ছেন সমালোচিত।