মাহিয়া মাহি বাংলাদেশের সিনেমা জগতের অন্যতম সফল এবং জনপ্রিয় একজন অভিনেত্রী। তবে শুধু সিনেমায় নয় তার আলোচনা হয়েছে সর্বত্র আর সেই আলোচনার বিষয়বস্তু ছিল তার ব্যক্তিগত জীবন।সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের পর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন অভিনেত্রী মাহিয়া মাহি। এটি তাদের দুজনের দ্বিতীয় বিয়ে।
সে সময় নায়িকার বিয়ে নিয়ে হৈচৈ কম ছিল না। কিন্তু সব নেতিবাচক মন্তব্যের কাছে হার মানলেন এই জুটি। আপাতত দুই তিনজনের অপেক্ষা।
মাহিকে বিয়ে করার পর রাকিবের প্রথম সংসার ও সন্তানের বিষয়টি আলোচনায় আসে। কারণ প্রথম বিয়েতেই নায়িকার স্বামীর ডিভোর্স হয়েছে কি না তা স্পষ্ট হয়নি। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই মাহিকে বিয়ে করেছেন রাকিব। তবে সময়ের সাথে সাথে সেসব আলোচনা ম্লান হয়ে গেছে। তবে সম্প্রতি রাকিবের এক স্ট্যাটাসে প্রথম পরিবারে বিচ্ছেদের বিষয়টি পরিষ্কার হয়ে গেছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় মাহির একটি ছবি পোস্ট করে রাকিব লেখেন, ‘আমার একমাত্র বৌয়ের চিত্রধারক আমি।’
তার পোস্টে একজন নেটিজেন লিখেছেন, ‘দুইমাত্র হবে কাকা।’ জবাবে রকিব লেখেন, ‘আমার বউ একটাই, ডিভোর্সের পর বউ থাকে না।’
এদিকে মাহি তার স্বামীর পোস্টের স্ক্রিনশট নিজের ওয়ালে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আমার প্রিয় ডায়েরিতে আজকের তারিখটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনার এই একটি লাইনের জন্য আমি বহু বছর অপেক্ষা করেছি। আমি তোমাকে অনেক ভালবাসি।
প্রসঙ্গত, এ দিকে রাজীব সরকারকে বিয়ে করার সময় অনেকটা গোপনীয়তা রক্ষা করে বিয়ে করেন। একটা সময়ে প্রকাশ হয়ে যায় তাদের বিয়ের খবর। আর এর পর থেকেই তারা রয়েছেন বেশ সুখে। জানা গেছে খুব শীঘ্রই মা হতে যাচ্ছেন মাহিয়া মাহি। এ ছাড়া মাহিয়া মাহি নিজেই বলেছিলেন রাজীবকে বিয়ে করে তার স্বপ্ন পূরণ হয়েছে।