ড. ইউনূসের নামে কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই: প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)–এর নামে কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম (Mohammad Shafiqul Alam)।

সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (Dhaka Reporters Unity)–তে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ব্যক্তিগত সম্পত্তির বিষয়ে বক্তব্য

প্রেস সচিব বলেন, “আমার জানা মতে, উনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই। তার নিজের কোনো গাড়িও নেই।”

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, “গ্রামীণ বিশ্ববিদ্যালয় (Grameen University), গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সি (Grameen Employment Agency) ও গ্রামীণ ওয়ালেট (Grameen Wallet)সহ যেসব প্রতিষ্ঠানে ড. ইউনূসের সম্পৃক্ততা রয়েছে বলে বলা হয়, সেসব প্রতিষ্ঠান আসলে তার ব্যক্তিগত নয়।”

তিনি বলেন, “গ্রামীণ নামটা তিনি দিয়ে থাকলেও, কোনো শেয়ারের মালিক তিনি নন। কেউ প্রমাণ দিতে পারলে ভালো, আমরা তদন্তে সহযোগিতা করব।”

সরকারি অনুমোদনের প্রসঙ্গ

প্রেস সচিব জানান, এসব প্রতিষ্ঠানের অনুমোদনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সি প্রসঙ্গে তিনি বলেন, “২০০৯ সালে ড. ইউনূস সৌদি আরব (Saudi Arabia) গিয়ে একটি হাসপাতাল চেইনের অনুরোধে নার্স ও হাসপাতাল কর্মী পাঠানোর পরিকল্পনা করেন। সে সময় শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের আমলে লাইসেন্সের আবেদন করা হলেও অনুমোদন মেলেনি। ২০২৪ সালের পর প্রতিষ্ঠানটি অনুমোদন পায় এবং একে বিশেষ সুবিধা বলা ঠিক নয়।”

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের বিষয়ে প্রেস সচিব বলেন, “২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে এটি স্থাপনের পরিকল্পনা ছিল এবং ২০১৪ সালে পূর্বাচল (Purbachal) এলাকায় ২-৩ শত বিঘা জমি কেনা হয়। কিন্তু বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (University Grants Commission of Bangladesh) সে সময় আবেদন গ্রহণে অস্বীকৃতি জানায়।”

তিনি আরও বলেন, “সম্প্রতি ছয় মাস ধরে অডিট শেষে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। ড. ইউনূস এমন একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়তে চেয়েছেন যেখানে আন্তর্জাতিক মানের খ্যাতনামা অধ্যাপকরা পাঠদান করবেন।”