বাংলাদেশের ইতিহাসে রয়েছে অনেক ঘটনা। আর এই সব ঘটনার মধ্যে সব থেকে হৃদয়বিদারক ঘটনা হচ্ছে বাংলাদেশের বিডিআর বিদ্রোহের ঘটনা। বাংলাদেশের ইতিহাসের সব থেকে কলংকিত অধ্যায় হয়ে দাঁড়িয়ে আছে এটি। ১২ বছর আগের ঘটা এই ঘটনার নেপথ্যের অনেক বিষয় নিয়ে আজও রয়েছে ধরা ছোয়ার বাইরে।
সম্প্রতি এই ঘটনার পূর্তি হয়েছে ১২ বছর। আর এই কারণে প্রতিবছরের ন্যায় এবারও হচ্ছে নানা ধরনের আলোচনা।
সম্প্রতি সে সময়ের একজন সেনা কর্মকর্তা মেজর আসফাক এ নিয়ে খুলেছেন মুখ। তিনি জানিয়েছেন সেদিন আসলে কি ঘটেছিলো।
সম্প্রতি মেজর আসফাকের একটি ভিডিও ভাইরাল হয়। আর সেই ভিডিওতে মেজর আসফাক বলেন, সেদিন আমি পিলখানার ঘটনার একজন সাক্ষী। অনেক কিছুই জানি। আজ না বললে হয়তো আর বলা হবে না। সে দিনের ঘটনা বর্ণনা দিতে গিয়ে মেজর আসফাক বলেন, আমি সেদিন ছুটিতে ছিলাম। ছুটিতে থাকলে আমি বাইরের খবর তেমন একটা রাখি না। আবার বাবা সেদিন সকালে বলেছিলেন, বিডিআর এর মধ্যে কিছু একটা ঘটছে, আমি তখন বিষয়টি নিয়ে একেবারেই মাথা ঘামাইনি। এরপর আমার উর্ধতন কর্মকর্তা আমাকে ফোন করে বলেন তোমার ছুটি বাতিল করা হয়েছে তুমি এখনই ক্যাম্পে চলে আসো।
মেজর আসফাক আরো বলেন, আমার বাসা থেকে ক্যাম্প আধা ঘন্টার দুরুত্বের। আমি বাইকে করে চলে যাই ক্যাম্পে। আর সেখানে গিয়েই দেখি অবস্থা বেগতিক। এরপর আমাদের নিয়ে চলে যায় বিডিআর এর মেইন ক্যাম্পে। সেখানে গিয়ে দেখি শুধু রক্ত। আমি বিশ্বাস করতে পারছিলাম না এক সাথে এত সিনিয়র অফিসারদের শেষ করে দেয়া হয়েছে।
এ দিকে আমাদের ডিজি বার বার ফোন দিচ্ছিলো প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী ফোন তোলেননি অনেক বার দেয়ার পরেও। এরপর তার পিএস এর সাথে কথা হলে তিনি জানান যে দেখছি বিষয়টা।
মেজর আসফাকের এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। তিনি ওই ভিডিওতে আরো অনেক কিছু বলেন। এখন পর্যন্ত তার এই ভিডিওটি দেখেছে ১০ লাখেরও বেশি মানুষ।অনেকেই বলছেন এ নিয়ে অনেক কথা।