Thursday , March 30 2023
Breaking News
Home / Countrywide / দিন দিন বেড়েই চলেছে উচ্চতা, এবার বিপাকে সেই সানাই মাহবুব

দিন দিন বেড়েই চলেছে উচ্চতা, এবার বিপাকে সেই সানাই মাহবুব

সানাই মাহবুব এক সময়ের বাংলাদেশের ব্যাপক আলোচিত এবং সমালোচিত একটি নাম ছিল। বিশেষ করে আর্টিফিশিয়াল ভাবে নিজের স্তনের আকার বাড়িয়ে আলোচনায় আসেন তথাকথিত এই মডেল এবং অভিনেত্রী। অবশ্য সে সময়ে তিনি সারা দেশের মানুষের ক্ষোভের উপর পরেন।অন্য অনেকেই ‘অস্বাভাবিক স্তন ইমপ্লান্ট’ এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক করে অভিনেত্রীকে তার স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য সতর্ক করেছিলেন। কিন্তু তিনি সেগুলো গায়ে দেননি। এখন সানাইয়ের অদ্ভুত এক শারীরিক জটিলতা। তিনি জানান, দিন দিন তার উচ্চতা বাড়ছে। সে কষ্টে আছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান সানাই। তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমি আপনাকে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যদিও অনেকেই এটি জানেন … আমার উচ্চতা প্রায় ৩ বছর ধরে বাড়ছিল। ১৭ বছর বয়সে আমার উচ্চতা ছিল ৫ ফুট ২ ইঞ্চি কিন্তু এখন প্রায় ১১ বছর পর আমার উচ্চতা দাঁড়িয়েছে ৫ ফুট ৬ ইঞ্চি। প্রায়শই পেটে ব্যথা, জিহ্বায় স্বাদ হারানোর সাথে থাকে।

স্ট্যাটাসে ডাক্তারের প্রেসক্রিপশন যোগ করে তিনি আরও লিখেছেন, ‘প্রথমে আমি খুব খুশি ছিলাম যে আমি লম্বা হচ্ছি। পরে অনেক পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারি এটা হরমোনের ভারসাম্যহীনতার কারণে। তাই যাদের এ ধরনের সমস্যা আছে তাদের উচিত বসে না থেকে ভালো ডাক্তারের কাছে যাওয়া।’

প্রসঙ্গত, এ দিকে অভিনয় এবং মডেলিংকে বিদায় জানিয়েছেন সানাই মাহবুব।বিশেষ করে বিয়ের পরেই তিনি নেন এই সিদ্ধান্ত। তবে সিনেমা ছাড়ার আগে তিনি দুটি সিনেমায় অভিনয় করেন।’ময়নার ইতিকথা’ ও ‘সুপ্ত আগুন-দ্য হিডেন ফায়ার’ নামে দুটি সিনেমায় কাজ করলেও আলোর মুখ দেখেনি। এরপর মিডিয়া থেকে দূরে চলে যান তিনি। বর্তমানে স্বামী-সংসার, পারিবারিক ব্যবসা নিয়ে ব্যস্ত সানাই।

About Rasel Khalifa

Check Also

গোপনে মোবাইল ফোন দেখে তারাবি নামাজ পড়ান ইমাম, মুসল্লিদের মাঝে ক্ষোভ

শুরু হয়েছে রমজান মাস। প্রতিবছরের ন্যায় এবছরেও মানুষ সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের আশায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *