Wednesday , March 22 2023
Breaking News
Home / International / ১৫০ জন যাত্রী সহ মাঝ আকাশে বিমানের সাথে পাখির ধাক্কা, জানাগেলো পরবর্তী অবস্থা

১৫০ জন যাত্রী সহ মাঝ আকাশে বিমানের সাথে পাখির ধাক্কা, জানাগেলো পরবর্তী অবস্থা

বিমান নিয়ে একের পর এক ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই। এবার আরো একটি ঘটনা ঘটলো ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সাথে। খোঁজ নিয়ে জানা যায় মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা লেগেছে ইন্ডিগো এয়ারলাইন্সের এক বিমানের।আর এটি গেলো রবিবারের ঘটনা।

জানা গেছে যে ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটটি রবিবার স্থানীয় সুরাত বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছিল। কিন্তু প্লেন থেকে কিছুদূর যাওয়ার পরই পাখিটি সজোরে ধাক্কা মারে। বিমানটিকে কোনো ক্ষয়ক্ষতি পরীক্ষা করার জন্য আহমেদাবাদ বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।

রবিবার ইন্ডিগো এ৩২০ এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় ক্রু সদস্য ছাড়া বিমানটিতে দেড় শতাধিক যাত্রী ছিলেন। পরে জানা যায়, বিমানের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। তবে পাখির আঘাতে বিমানের ইঞ্জিন নষ্ট হয়ে যায়।

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের একটি অন-সাইট তদন্তে দেখা গেছে যে বিমানটির ইঞ্জিন নম্বর দুইটি পাখির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ইঞ্জিনের পাখার ব্লেডও কিছু জায়গায় ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত ফ্যানের ব্লেডগুলো মেরামতের ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই।

শনিবারও, দিল্লিগামী একটি ফ্লাইট কোচিন বিমানবন্দর থেকে উড্ডয়নের পর মুহুর্তের মধ্যে ডাইভার্ট করে ভোপাল বিমানবন্দরে অবতরণ করা হয়েছিল। এভিয়েশন কর্তৃপক্ষ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেছে যে বিমানের একজন যাত্রীর স্বাস্থ্যের হঠাৎ অবনতির কারণে, ইন্ডিগো ৬ই ২৪০৭ ফ্লাইটটিকে জরুরি চিকিৎসার জন্য দিল্লি যাওয়ার পরিবর্তে মাঝপথে ভোপাল বিমানবন্দরে অবতরণ করা হয়েছিল। ভোপালে অবতরণের পর, যাত্রীকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বিমান সংস্থা জানিয়েছে।

প্রসঙ্গত, এ দিকে খোঁজ নিয়ে জানা গেছে বিমানটির তেমন কোনো ধরণের সমস্যায় হয়নি বিমানে থাকা যাত্রীরাও রয়েছে সুরক্ষিত। আর এটিকে একটি অনাকাঙ্খিত ঘটনা বলেছে বিমান বন্দর কর্তৃপক্ষ।

About Rasel Khalifa

Check Also

রাষ্ট্রপতির নির্দেশে এবার হাজারেরও বেশি কারাবন্দির মুক্তি, প্রকাশ্যে কারণ

পবিত্র মাহে রমজান শুরু হতে আর বাকি মাত্র ২ দিন। সারা বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের ১৯০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *