অপরাজিতা আঢ্য কলকাতার জনপ্রিয় এক অভিনেত্রী তিনি। দীর্ঘ অনেক বছর ধরেই তিনি কাজ করে আসছেন মিডিয়ায়। তবে সম্প্রতি নিজেই দিলেন একটি দুঃখের সংবাদ।আর তা হলো মাকে হারিয়েছেন তিনি।
আজ, সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৃপ্তি আঢ্য। ফেসবুকে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে নিজেই এই খবর দিয়েছেন অপরাজিতা। ক্যাপশনে লিখেছেন, ‘মা আজ সকাল ৯.৩০ চলে গেলেন…. অখণ্ড শাসন দণ্ড ত্রস্ত হল তাঁর…মার আত্মার শান্তি হোক। যারা পরিচিত সবার নাম্বার আমার কাছে নেই তাদের সকলকে এই পোস্টটির মাধ্যমে জানালাম।’
এ দিকে এই খবরটি খবরটি শোনার পরেই শোকের ছায়া নেমেছে গোটা টলিপাড়ায়।
প্রসঙ্গত, প্রায় তিন দশক ধরেই কলকাতার অভিনয় জগতে কাজ করে আসছেন তিনি। তার অভিনয় শৈলী দিয়ে ইতিমধ্যে তিনি জয় করে নিয়েছেন সবার মন।আর এই কারণে তার জনপ্রিয়তা এখনো রয়েছে একই রকম। তিনি মাকে হারানোর পর তাকে সকলেই জানাচ্ছেন শোকের বার্তা।