Saturday , April 1 2023
Breaking News
Home / Abroad / আবারো বিদেশের মাটিতে সড়ক দুর্ঘটনা,এবার না ফেরার দেশে আনিসুল হক মিলন

আবারো বিদেশের মাটিতে সড়ক দুর্ঘটনা,এবার না ফেরার দেশে আনিসুল হক মিলন

আবারো বিদেশের মাটিতে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে বাংলাদেশী প্রবাসীরা।খোঁজ নিয়ে জানা গেছে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত আনিসুল হক মিলন নামে আরেক বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত আনিসুল হক মিলন ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার মাতুভুইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মাঝিবাড়ীর বাহার মিয়ার ছেলে।

এরই ধারাবাহিকতায় গত ২৪ ফেব্রুয়ারি একই গাড়িতে সড়ক দুর্ঘটনায় মিলনসহ ৬ জনের প্রাণ যায়।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে স্থানীয় জর্জ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন আনিসুল হক মিলন। তিনদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে ইন্তেকাল করেছেন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মো. ইসমাইল, দাগনভূঞা উপজেলার মাতুভূইয়া ইউনিয়নের রাজু আহমেদ, জয়ালস্কর ইউনিয়নের মোস্তফা কামাল পুপেল, সোনাগাজী উপজেলার চর্মজলিশপুর ইউনিয়নের আবুল হোসেন ও তার ছেলে নাহিদ হোসেন।

তাদের মধ্যে একমাত্র আহত নাহিদ আহমেদ শঙ্কামুক্ত এবং হাসপাতালে চিকিৎসা শেষে গত রোববার রাতে বাড়ি ফিরেছেন। নাহিদের দেশের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

প্রসঙ্গত,এ দিকে এমন একটি হৃদয়বিদারিওকে ঘটনার কারণে এখন শোকের ছায়া বইছে সেখানে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে। তাদের পরিবারের মধ্যেও এখন বইছে শোকের ছায়া।

About Rasel Khalifa

Check Also

অবশেষে সেই আরাব খানকে আটকের খবর

সারা দেশের আলোচনার এখন একটাই বিষয় আর তা হলো দুবাইতে অবস্থান করা আরাভ খান। এবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *