Thursday , March 30 2023
Breaking News
Home / Entertainment / কাজটি করে এতটাই অপরাধবোধে ভুগছি যে বহু রাত ঘুমাতে পারিনি,আমাকে ক্ষমা করবেন সবাই:অক্ষয়

কাজটি করে এতটাই অপরাধবোধে ভুগছি যে বহু রাত ঘুমাতে পারিনি,আমাকে ক্ষমা করবেন সবাই:অক্ষয়

বলিউডের অন্যতম বড় এক সুপারস্টার এর নাম হচ্ছে অক্ষয় কুমার। তিনি বর্তমানে বলিউডের এক মাত্র অভিনেতা যিনি এখনো কাজ করে যাচ্ছেন পুরোদমে। প্রতিবছরই তার ৫-৬ টা সিনেমা মুক্তি পায় বলিউডে।চলচ্চিত্র ছাড়াও তিনি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন করেন। কিন্তু গত বছর পানমশালার বিজ্ঞাপনের জন্য সমালোচনার মুখে পড়েন এই অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। অবশেষে এক টুইট বার্তায় ক্ষমা চাইলেন এই ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত ‘সেলফি’ সিনেমা। কিন্তু বক্স অফিসে তা ফ্লপ হয়। এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্রে উড়ে গেছেন। আর যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন অক্ষয়। আর সেখানেই পানমশালার বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে কথা বলেন এই নায়ক।

অক্ষয় কুমার বলেন- ‘আমি বিজ্ঞাপনটি করে ভুল করেছি, ভুল স্বীকারও করেছি। আমার ওই বিজ্ঞাপন করা উচিত হয়নি। আমি এতটাই অপরাধী যে আমি অনেক রাত ঘুমাতে পারিনি। তাই ভক্তদের কাছে ক্ষমা চেয়েছি। কোম্পানির সাথে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বিজ্ঞাপনটি চলবে। তবে ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক থাকব, কথা দিচ্ছি ভক্তদের।

শুরুতে পানমশালার বিজ্ঞাপনে ছিলেন অজয় দেবগন। এরপর তার সঙ্গে যোগ দেন শাহরুখ খান। এরপর এই বিজ্ঞাপনে দেখা যায় অক্ষয়কে। ভক্তরা প্রশ্ন তোলেন কেন স্বাস্থ্য সচেতন অক্ষয় তামাকজাত পণ্যের বিজ্ঞাপন দেন।

অক্ষয়ের ‘সেলফি’ সিনেমাটি ২৪ ফেব্রুয়ারি ভারতে ২০০০ স্ক্রিনে মুক্তি পায়। এটি মালয়ালম সিনেমা ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক। রাজ মেহতা পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন ইমরান হাশমি, নুসরাত ভরুচা, ডায়ানা পেন্টি প্রমুখ।

প্রসঙ্গত, একের পর এক সিনেমা মুক্তি পেলেও সেগুলো দেখছে না আলোর মুখ। তবে থেমে থাকার পাত্র নন অক্ষয় কুমার। তার হাতে রয়েছে আরো বেশ কয়েকটি সিনেমা। যে গুলো দিয়ে হয়তো আবারো কামব্যাক করবেন তিনি এমনটাই আশা করছেন সকলে।

About Rasel Khalifa

Check Also

মৌসুমীকে নিয়ে শাইখ আহমদুল্লাহর যোগাযোগ মাধ্যমের স্টাটাস নিয়ে তোলপাড়

জীবনের একটা মূহুর্তে এসে মানুষ তার পূর্বের করা পাপের কথা স্মরন করে। চেষ্টা করে তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *