Wednesday , March 22 2023
Breaking News
Home / Countrywide / বেদম প্রহারের পর স্ত্রীকে কাঁধে নিয়ে হাসপাতালে স্বামী, নেপথ্যে চাঞ্চল্যকর কারণ

বেদম প্রহারের পর স্ত্রীকে কাঁধে নিয়ে হাসপাতালে স্বামী, নেপথ্যে চাঞ্চল্যকর কারণ

বর্তমান সময়ে মোবাইল ফোনের অপব্যবহারের মাধ্যমে নানা ধরনের অসামাজিক কার্যকলাপ ঘটছে। সহজেই নারী পুরুষেরা জড়িয়ে পড়ছেন সম্পর্কে। অনেক সংসারও ভেঙে যাচ্ছে। অনেক পরিবারে এই ফোনের কারনে দেখা দিচ্ছে অশান্তি। এবার তেমনিই একটি ঘটনা ঘটলো মুন্সীগঞ্জে জেলার টঙ্গীবাড়ী উপজেলার একটি এলাকায়।

উপজেলার বড়লিয়া গ্রামে বিবাহ বহির্ভূত সম্পর্কের গড়ো তোলার অভিযোগে গুরুতরভাবে স্ত্রীকে পিটিয়ে কাঁধে তুলে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছেন স্বামী।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরের বড়লিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত খায়রুল ইসলাম মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলা সদরের বড়লিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে স্ত্রীর পরকীয়া নিয়ে কথা কাটাকাটির সময় খায়রুল তার স্ত্রী সাবিনা আক্তারকে বেদ”মভাবে মা”রধর করে। এ সময় স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে তিনি দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

খায়রুল ইসলাম বলেন, ‘আমার স্ত্রী খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে প্রায় রাতেই বাড়ি থেকে বের হয়ে যায়। দিনের বেলায় শুধু তার ফোনে কল আসতে থাকে, সুযোগ পেলেই আড়ালে আবডালে গিয়ে কথা বলে।’

আহ”ত সাবিনা আক্তার বলেন, ‘বাইরের কারো সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। যার সাথে আমাকে সন্দেহ করে; সে তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চায়। তাই লোকটা আমাকে বেয়াইন বলে ডাকেন।’

মো. কানিজ ফাতেমা যিনি টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি এই ঘটনার বিষয়ে জানান, গত রবিবার দুপুরের দিকে একটি লোক সাবিনা আক্তার নামের একজন নারীকে ভর্তি করান। তার মুখে, পিঠে ও হাতে বেশ কয়েকটি আঘা”তের চিহ্ন দেখতি পেয়েছি। তবে সেগুলো এমন অবস্থার যে সেটা পুলিশ মামলা হওয়ার মতো।

 

About bisso Jit

Check Also

ডিসি নিজেই দুই তলা থেকে ছুটে এসে সিএনজিতে বসা বৃদ্ধর হাতে তুলে দিলেন কোটি টাকার চেক

অনেক সময় সরকারি কাজের জন্য মালিকানাধীন জমির প্রয়োজন হয়।  অথবা সরকারি কাজের জন্য ফসলি জমি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *