Saturday , April 1 2023
Breaking News
Home / National / প্রেমিকের সাথে হোটেলে তরুনী, বিশেষ আবদারে অনীহা, হাসপাতালে প্রেমিক

প্রেমিকের সাথে হোটেলে তরুনী, বিশেষ আবদারে অনীহা, হাসপাতালে প্রেমিক

বর্তমান সময়ে প্রেমিক-প্রেমিক মাঝে সম্পর্ক অনেক গভীর হতে দেখা যায়। এই সকল ক্ষেত্রে প্রেমিক বা প্রেমিকা বেশি কিছু চেয়েও থাকে। অনেক সময় অপরাগতা প্রকাশ করে থাকেন প্রেমিকা। যার কারনে অনেক সময় ঘটে অঘটন। এবার তেমনই একটি ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায়। যার কারনে হাসপাতালের আইসিইউতে ভর্তি প্রেমিক।

শারীরিক মিলনের অনুমতি না দিলে অন্তরঙ্গ ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুম”কি দিয়ে সঙ্গীর বিশেষ স্থানের অংগ কেটে দিলেন প্রেমিকা!

আহ”ত প্রেমিকের চিৎ”কার শুনে হোটেলের কর্মীরা তাকে হাসপাতালে নিয়ে ছুটে যান। অতিরিক্ত র”ক্তক্ষরণের কারণে তিনি বর্তমানে আইসিইউতে রয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত শনিবার ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার সিবোলগা শহরের একটি হোটেলে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সুমাত্রা ভ্রমণের সময় ওই দম্পতি হোটেলে অবস্থান করছিলেন। সেখানে প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটাতে চান ঐ যুবক।

কিন্তু তার প্রেমিকা অস্বীকার করলে, যুবক তাদের পুরনো অন্ত”রঙ্গ ভিডিও অনলাইনে ছেড়ে দিবে বলে হুমকি দেয়। এর পরই ক্ষি”প্ত হয়ে প্রেমিকের বিশেষ স্থানের অঙ্গ কেটে ফেলেন বলে অভিযোগ ওঠে।

২৮ বছর বয়সী অভিযুক্ত প্রেমিকাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

সিবোলগা পুলিশ প্রধান তারিনো রাজারজা বলেন, ‘অভিযুক্তদের বয়ানের ভিত্তিতে জানা যায়, প্রায় সাত মাস ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল। হোটেলে আসার পর প্রেমিকার সঙ্গে সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করেন ওই যুবক।

ঐ তরুণী মিলনে রাজি হননি যার কারনে প্রেমিক আগে করা ভিডিও নেট দুনিয়ায় প্রকাশ করার হু”মকি দেয়। সেই সময় প্রেমিকা মেজাজ হারিয়ে ক্ষি”প্ত হয়ে ওঠেন চালায় প্রেমিকার ওপর হা”/মলা। সেই সময় ধারালো কিছু দিয়ে তার বিশেষ স্থানের অঙ্গ কর্তন করে।

About bisso Jit

Check Also

প্রথম আলোর সাংবাদিক গ্রেফতার, উদ্বেগ প্রকাশ করে সরকারকে নিয়ে কথা বললেন জাতিসংঘের মানবাধিকার প্রধান

সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান। এদিক তাকে গ্রেফতারের পর থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *