বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত নানা কর্মকাণ্ড নিয়ে প্রায় থাকেন সংবাদ মাধ্যমের শিরোনামে। আর এরই ধারাবাহিকতার মধ্যদিয়ে তাকে নিয়ে যেন আগ্রহ-কৌতুহলেরও শেষ নেই ভক্তদের মাঝে।
সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এই অভিনেত্রী। সেখানে, তিনি তার ভক্তদের সাথে তার জীবনের প্রতি মুহূর্তে ঘটে যাওয়া বিভিন্ন অনুভূতি এবং ঘটনা শেয়ার করেন। কিন্তু এখন পরী তার স্বামী ও সন্তানদের আশেপাশেই বেশির ভাগ সময় কাটায়।
মাত্র ছয় মাস পার হওয়া সন্তানকে পরী কতটা সময় দিচ্ছেন; তার কথা থেকেই বোঝা যায়। একটি পোস্ট দিয়ে পরী লিখেছেন, ‘ইদানিং আমার ছেলে আমার জীবনটাকে লন্ডন বানায়ে ফেলছে। এ জীবনে এখন দিন চলে। সো গুড নুন গাইস!’ বেশ কয়েকদিন আগে এই পোস্ট দিয়েছিলেন পরী। ওই পোস্টের নিচে অনেকেই মন্তব্য করেছেন।
সেখানে কথা বলতে দেখা যায় আরেক অভিনেত্রী জাহারা মিতুকে। অবশ্য তিনি কিছুটা মজার চলে কমেন্টে মিতু লিখেছেন, কয়জন পারে পরীর রাতের ঘুম হারাম করতে।
হাসির ইমোজি দিয়ে এই মন্তব্যের জবাব দেন পরী। তিনি লিখেছেন, এর আগে ছেলের বাপ করতো। মিতু বলেন, ‘খুবই দুষ্টু আমরা’। পরীও হ্যাঁ সূচক উত্তর দিয়েছেন একটি ইমোজি দিয়ে।
পরপর তিন সংসারের ভাঙ্গনের পর ২০২১ সালের ১৭ অক্টোবর অনেকটা লুকিয়ে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবধ্য হন পরীমণি। বর্তমানে ১ ছেলে সন্তানের অভিভাবক এই দম্পতি।