বলিউডের তুমুল জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। নিপুন অভিনয় দিয়ে কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিলেও মাঝে মধ্যেই ব্যক্তিগত নানা বিষয় নিয়ে আলোচনার শীর্ষে দেখা যায় তাকে। আর এরই জের ধরে আবারো সংবাদ মাধ্যমের শিরোনামে গুণী এই অভিনেত্রী। তবে এবার কঙ্গনার লক্ষ্য করণ জোহর।
টুইটে তিনি লিখেছেন- আমি বলিউডের বাকি নায়িকাদের মতো নই। খিলখিলিয়ে হেসে উঠতে পারি না। বিয়ের রাতের পার্টিতে আমন্ত্রিত হলে আমি নাচতে যাই না। ছবির আইটেম গানে নাচি না।এমনকি, রাতে নায়কের বিছানায় ডাক পড়লে সাফ মানা করে দিয়েছিলাম। তাই ভিক্ষুক ফিল্ম মাফিয়ারা আমাকে পাগল প্রমাণ করার চেষ্টা করেছে। এমনই কারারুদ্ধ করার চেষ্টাও করা হয়। যদিও তারা ব্যর্থ হয়েছে।
এই টুইটে কঙ্গনা করণ জোহর এবং তার গ্যাংকে ‘ভিখারি ফিল্ম মাফিয়া’ বলেছেন।
কঙ্গনার অভিযোগ তিনি নায়কের বিছানায় শোননি। তাই তাঁকে ‘পাগল’ ঘোষণা করার চেষ্টা করেছিল। শুধু কি এই? তাকে নাকি ১-২ বা জেলে পোরার চেষ্টাও করা হয়েছিল!
প্রসঙ্গত, ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন কঙ্গনা রানাওয়াত। সিনেমাটি মুক্তি পাওয়ার পরপরই তুমুল সাড়া ফেলে ভক্তদের মাঝে। আর এরই জের ধরে ক্যারিয়ারে আর কখনই পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।