দিনটি ছিল ২১ ফেব্রুয়ারি।স্বামী জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর সাথে ছবি তুলছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর সেই ছবি তোলার পর তা তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে।আর সেই ছবি প্রকাশ হওয়ার পর থেকে সবখানে শুরু হয় নানা ধরনের আলোচনা সমালোচনা। আর এই ছবিটি যেন কিছু নেটিজেনদের জন্য মাথাব্যথার কারন হয়ে উঠেছে। এবার সেই সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী শুভশ্রী।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজকে চুমু খাওয়া নিয়ে কটূক্তির জবাবে শুভশ্রী বলেন, যারা ট্রোল করেন, আমাদের কোনো অস্তিত্ব নেই। আমরা আমাদের মত কাজ করি। এবং আমরা প্রতি মিনিটে একে অপরকে চুম্বন করি।’
রাজের রাজনৈতিক চাল, ছেলে যুবানকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা নিয়েও প্রশ্ন উঠেছে অনেকেই। এই প্রসঙ্গে শুভশ্রী বলেন, “রাজ তৃণমূল কংগ্রেসের বিধায়ক হওয়ার পর থেকে কিছু লোক বিভিন্ন বিষয়ে সমালোচনা করছে। কিন্তু আমি এবং আমার পরিবার ইতিবাচক চিন্তায় দৃঢ়ভাবে বিশ্বাসী। তাই সমালোচনায় কান দেবেন না। আমি কর্মে বিশ্বাস করি। আমরা উপভোগ করি। জীবনের প্রতিটি মুহূর্ত।’
কিন্তু শুধু কি সমালোচনা? না, রাজ-শুভশ্রীকে সমর্থনও করেছেন অনেকে। এ প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘আমি সত্যিই অবাক, এই সমর্থন আমাকে আনন্দ দিয়েছে।’
প্রসঙ্গত, ভালোবেসে দুজন দুজনকে বিয়ে করেন রাজ আর শুভশ্রী। আর সেই থেকেই তারা একে অপরকে গভীর ভাবে ভালোবেসে রয়েছেন পাশে। আর তাদের এই ভালোবাসার ফসল হিসাবে তাদের ঘর আলো করে এসেছে একটি পুত্র সন্তান। জনপ্রিয় এই দম্পতির অনেক খুনসুটি আর ভালোবাসার ছবি ও মুহূর্ত প্রকাশ পায় সোশ্যাল মিডিয়াতে।