বাংলা ‘ধারাবাহিক’ নাটকের বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের বাইরে ব্যক্তিগত নানা বিষয় নিয়ে আলোচনায় আসাটা তারকাদের জন্য যেন নিতান্তই স্বাভাবিক একটি বিষয়। আর এর থেকে বাঁচতে পারেননি প্রভাবও! সাবেক স্বামী রাজীবকে নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় রয়েছন তিনি।
সোশ্যাল মিডিয়ায় নিজের জীবন নিয়ে অনেক কথা বলেছেন প্রভা। তবে এই আলোচনার মধ্যেই রবিবার ইনস্টাগ্রাম ভেরিফায়েড প্রোফাইলে নিজের একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে খোলা চুলে নতুন রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কেউ জানে না ভবিষ্যতে কি হবে আপনার সঙ্গে। ভাল, খারাপ, সুখী বা দুঃখী হতে পারেন। আপনি ভাল জিনিস আশা করতে পারেন কিন্তু খারাপ জিনিস ঘটতে পারে। আবার খারাপ থেকেও ভালো কিছু হতে পারে। জীবন অনিশ্চিত, রহস্যময় এবং অপ্রত্যাশিত। জীবন সুন্দর.’
অভিনেত্রীর এই পোস্ট নেটিজেনদের মধ্যে সাড়া ফেলেছে। তারা রিঅ্যাকশনে ভরিয়ে দিচ্ছেন। এছাড়া প্রিয় তারকাদের প্রশংসাও করছেন অনেকে।
তবে ব্যক্তিগত জীবন নিয়ে এত আলোচনার মধ্যদিয়েও গত এক দশকেরও অধিক সময় ধরে নিয়মিত অভিনয় চালিয়ে যাচ্ছেন প্রভা। বর্তমানেও অভিনয় নিয়ে অনেকটা ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।