Wednesday , March 22 2023
Breaking News
Home / Entertainment / বিয়ের আগেই অন্য মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ বাংলার জনপ্রিয় অভিনেতা, ধরা খেলেন হাতেনাতে (ভিডিও অনলাইনে)

বিয়ের আগেই অন্য মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ বাংলার জনপ্রিয় অভিনেতা, ধরা খেলেন হাতেনাতে (ভিডিও অনলাইনে)

ওপার বাংলার বেশ জনপ্রিয় তারকা প্রেমিক যুগল অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। তাদের প্রেমের কথা জানেন না, এমন কেউই নেই! তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওকে কেন্দ্র করে বেশ আলোচনায় রয়েছেন তারা।

শোনা যাচ্ছে, জি-বাংলা ড্যান্স বাংলা ড্যান্সের এক নারী প্রতিযোগীর সঙ্গে নাকি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। আর তো হাতেনাতে ধরে ফেলেন অভিনেত্রী ও প্রতিযোগিতার অন্যতম বিচারক শুভশ্রী গাঙ্গুলি।

সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি পৌঁছেছে অঙ্কুশের বান্ধবী ঐন্দ্রিলা সেনের কাছেও।

ভিডিওতে, প্রিয়াঙ্কা নামের একজন প্রতিযোগী অঙ্কুশকে প্রস্তাব দিয়েছেন—তুমি ১০টা পুশআপ করো, আমি তোমার ওপর বসব। এমন প্রস্তাব শুনে অঙ্কুশ বললেন, পরেরটির জন্য রাজি।

ভিডিও কলে ঐন্দ্রিলাকে অঙ্কুশের ঘটনা দেখিয়ে শুভশ্রী বলেন, আমি ঐন্দ্রিলাকে পুরো শো করতে দেখেছি! ফোনের ওপাশ থেকে কাঁদতে থাকে ঐন্দ্রিলা। ধরা পড়ার ভয়ে ছিলেন অঙ্কুশ।

এদিকে, অন্য একটি ভিডিওতে, শুভশ্রীকে প্রতিযোগী প্রিয়াঙ্কাকে অঙ্কুশের সাথে ফিটনেস ওয়ার্কআউট বা স্টান্ট করতে বলতে শোনা যায়। আর তাতেই বেশ হতবাক অঙ্কুশ।

কিছুদিন আগে ঐন্দ্রিলা শুভশ্রীকে বলেছিলেন যে অঙ্কুশের অত্যাচার তিনি সহ্য করতে পারছেন না। আর সেই কারণেই ঐন্দ্রিলার জন্য অঙ্কুশের বিরুদ্ধে প্রতিশোধ নিলেন শুভশ্রী। আসলে সবই ঘটে মজার ছলে।

এদিকে এখনো বিয়ের পিঁড়িতে না বসায় গত কয়েকদিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনার শিকার হন এই তারকা প্রেমিক যুবক।

About Rasel Khalifa

Check Also

জানা গেল, আরাভের জয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে কত সম্মানী পেয়েছিলেন হিরো আলম

হিরো আলম বাংলাদেশের বিনোদন জগতে ভিন্ন একটি নাম। তিনি বিনোদন জগত পেরিয়ে রাজনীতিটে নাম লিখিয়েছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *