প্রাকৃতিক দুর্যোগ একটি অনাকাঙ্খিত দুর্যোগ। আর এই দুর্যোগ কখনো বলে কয়ে আসে না। বিশেষ করে ভূমিকম্প। আর এই ভূমিকম্প ঠেকাতে পারে এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়নি পৃথিবীতে। এ দিকে এবার এই বাংলাদেশের আসন্ন ভূমিকম্প নিয়ে ভয়ানক বার্তা দিলো বিশেষজ্ঞরা। জানা গেছে বাংলাদেশ ৮.৩ থেকে ৮.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।
দেশের ভৌগোলিক অবস্থান ও ভূতাত্ত্বিক বিশ্লেষণ তুলে ধরে এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) ড. এএসএম মাকসুদ কামাল।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকি প্রশমন ও প্রস্তুতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ তথ্য জানান।
প্রফেসর ড. মাকসুদ কামাল বলেন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি রোধে বাড়ি নির্মাণে বিল্ডিং কোড যথাযথভাবে অনুসরণ করতে হবে। ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি কমানোর জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এ জন্য তিনি শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক, গণমাধ্যমকর্মী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পেশাজীবীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রসঙ্গত, এ দিকে ভূমিকম্পের প্রকোপ সম্প্রতি সারা বিশ্ব দেখেছে। তুরস্ক এবং শরীয়াতে সম্প্রতি ঘটে গেছে বড় ধরনের ভূমিকম্প আর এই ভূমিকম্পে প্রাণ গেছে ৫০ হাজারেরও বেশি মানুষের। এ ছাড়াও তছনছ হয়ে গেছে এই দুটি দেশ। আর এই কারনে বাংলাদেশকে আগাম সতর্ক থাকতে বলা হয়েছে ভূমিকম্প নিয়ে।