বলিউডের তুমুল জনপ্রিয় ও খ্যাতিমান অভিনেতাদের মধ্যে অন্যতম এক নাম ‘হৃতিক রোশন’। অভিনয়ের পাশাপাশি একজন সফল নৃত্যশিল্পী হিসেবেও ভক্তদের মাঝে দারুন পরিচিত লাভ করেছেন তিনি। তবে ব্যক্তিগত জীবনে সাবা আজাদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক সবারই জানা।
একসঙ্গে হরহামেশা ধরা দেন এই তারকা জুটি। এবারও ধরা দিলেন তবে একটু বেশিই অন্তরঙ্গ অবস্থায়! যা দেখে নেটিজেনদের মধ্যে রীতিমতো হইচই পড়ে গেছে। ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) মুম্বাই বিমানবন্দরে হৃতিক-সবাকে দেখা গেছে। শুটিংয়ে বিদেশে যাচ্ছেন এ অভিনেতা। তাই তার বান্ধবী তাকে বিদায় জানাতে এসেছে। ঠোঁটে ঠোঁট রেখে উষ্ণ ভালোবাসার নিদর্শন এঁকেছেন দুজন। নিরাপত্তারক্ষীদের বাধা পেরিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে এই গভীর চুম্বনের দৃশ্য।
হৃতিক ও সাবা শুরু থেকেই তাদের সম্পর্কের বিষয়ে মুখ খুলছেন। ১৭ বছরের ছোট সাবা আজাদের সঙ্গে নিজের প্রেমের গল্পে হৃতিক সিলমোহর দিয়েছেন অনেক আগেই। দুজনের ভালোবাসা এক কথায় ঘনীভূত! প্রকাশ্যে তাদের প্রেমের কথা জানাতে দ্বিধা নেই দুজনেরই।
তারা একে অপরের হাত ধরে ডিনার ডেটে, এবং কখনও কখনও সিনেমার ডেটে। সাবা এখন রোশন পরিবারের একজন হয়ে উঠেছেন। পারিবারিক যে কোনো অনুষ্ঠানে তার উপস্থিতি লক্ষণীয়। হৃতিকের দুই ছেলে রিহান ও রিদানের সঙ্গেও সাবা আজাদের দারুণ সম্পর্ক। সবার দিকে তাকিয়ে, কবে সাত পা বাঁধা এই প্রেমিক যুগল? তবে দুজনের ব্যস্ততা থাকলে চলতি বছরের শেষে বিয়ে করবেন বলে শোনা যাচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের পর দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ২০০০ সালে সুজান খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবধ্য হন হৃতিক রোশন। তবে দাম্পত্য কলহের সূত্র ধরে মাত্র ১৪ বছরেই বিচ্ছেদ ঘটে তাদের। বর্তমানে সিনেমার কাজ নিজেই অনেকটা ব্যস্ত সময় পার করছেন গুণী এই অভিনেতা।