Saturday , April 1 2023
Breaking News
Home / Countrywide / বিয়ে করতে যাওয়ার পথে, মিরপুরে খেলা দেখতে নেমে পড়লেন বর, পিছিয়ে দিলেন তারিখ

বিয়ে করতে যাওয়ার পথে, মিরপুরে খেলা দেখতে নেমে পড়লেন বর, পিছিয়ে দিলেন তারিখ

আজ বুধবার মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ডের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এই খেলা দেখার জন্য নানা পেশা ও শ্রেনীর মানুষ উপস্থিত হয়েছেন স্টেডিয়ামের গ্যালারিতে। অনেক ক্রিকেটপ্রেমী তাদের অনেক গুরুত্বপূর্ন কাজের শিডিউল পিছিয়ে দিয়ে এই দুই দলের খেলা উপভোগ করতে হাজির হয়েছেন। তাদের মধ্যে একজনকে বরের সাজে দেখা গেছে।

পাগড়ি মাথায়, পাঞ্জাবী গায়ে দেওয়া ওই যুবককে আজ খেলা শুরুর আগে স্টেডিয়ামের বাইরে অন্যান্য যুবকদের সাথে উল্লাস করতে দেখা গেছে। এ সময় তাকে এমন বেশে খেলা দেখতে আসার কারণ জানতে চাওয়া হয়।

এ সময় ওই যুবক দেশের একটি গণমাধ্যমকে জানান, বিয়ের আসর রেখেই বাংলাদেশ বনাম ইংল্যান্ডের খেলা দেখতে এসেছেন তিনি। তাই বরের সাজেই চলে এসেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমি বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক ভালোবাসি। আজ আমার বিয়ের কথা ছিল। কিন্তু খেলার কারণে বিয়ের তারিখ পিছিয়ে দিয়ে আমি এখানে এসেছি। আমার কথা হলো, বিয়েটা প্রয়োজনে একদিন পরে করব। কিন্তু আজ বাংলাদেশের খেলা দেখব।’

যুবক আরও বলেন, ‘বাঁইচা থাকলে বিয়া জীবনে অনেক করতে পারমু, কিন্তু আজকের এই খেলাটা আর কোনদিন পামু না।’ বললেন, তার কাবিন হয়ে গেছে। আজ ছিল কনেকে নিয়ে বাড়ি যাওয়ার দিন।

তবে খেলার জন্য তিনি কনেকে নিজের বাড়িতে একদিন পর উঠিয়ে নিয়ে যাবেন বলে জানিয়েছেন। আজ বুধবার তিনি খেলা দেখবেন, আগামিকাল বৃহস্পতিবার তিনি বিয়ের আনুষ্ঠিকতা সম্পন্ন করবেন। তবে বরের বেশে আগত যুবকের নাম কিংবা ঠিকানা তারা প্রকাশ করেননি।

About bisso Jit

Check Also

জিলাপির কড়াইয়ে পড়ে মারা গেলেন জাপা নেতা, শোক নেতাকর্মীদের

গতকাল শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় সিলেট পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *