Saturday , April 1 2023
Breaking News
Home / Entertainment / ৩ বছরের মাথায় বিচ্ছদের ঘোষণা ঢাকাই জনপ্রিয় অভিনেত্রীর, বললেন আমার জন্য দোয়া করবেন

৩ বছরের মাথায় বিচ্ছদের ঘোষণা ঢাকাই জনপ্রিয় অভিনেত্রীর, বললেন আমার জন্য দোয়া করবেন

ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নুসরাত ফারিয়া। শুধু তাই নয়, একজন জনপ্রিয় উপস্থাপক হিসেবেও বেশ পরিচিতি পেয়েছেন তিনি। তবে বিনোদন জগতের বাইরে মাঝে মধ্যেই ব্যক্তিগত নানা বিষয় নিয়ে প্রায় আলোচনায় দেখা যায় তাকে। আর এরই ধারাবাহিকতার মধ্যদিয়ে এবার বাগদানের ঠিক তিন বছর পর বিচ্ছেদের ঘোষণা দিয়ে নতুন করে আলোচনার শীর্ষে এই অভিনেত্রী।

২০২০ সালের মার্চ মাসের শুরুতে প্রেমিক রনির সঙ্গে বাগদানের তিন বছরের মাথায় এসে বিচ্ছেদের ঘোষণা দিলেন তিনি। আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এমনটাই জানান নায়িকা।

ফারিয়া লিখেছেন, ‘তিন বছর আগে আমরা আমাদের বাগদানের ঘোষণা দিয়েছিলাম। রনি আর আমি অনেক ভেবেচিন্তে আমাদের ৯ বছরের সম্পর্ক শেষ করছি। আমাদের মধ্যে যে বোঝাপড়া ও বন্ধুত্ব ছিল তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ তিনি ভক্তদের উদ্দেশে বলেন, ‘আমি ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে অনুরোধ করছি, এই দুঃসময়ে দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন।’

সাত বছর প্রেমের পর ২০২০ সালের ১ মার্চ প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান করেন ফারিয়া। এরপর ওই বছরের ৮ জুন এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন ফারিয়া। সেই ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন,’আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পরিবার ও বন্ধুদের সহযোগিতায় ২০২০ সালের মার্চ মাসে সাত বছরের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। আমরা একতাবদ্ধ।’

উল্লেখ্য, ২০১৫ সালে ‘আশিকী’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন নুসরাত ফারিয়া। বর্তমানে তার ঝুলিতে রয়েছে একাধিক ব্যবসায় সফল সিনেমা।

About Rasel Khalifa

Check Also

ক্ষমা চাইলেন এই জনপ্রিয় অভিনেত্রী, সুর বদলানোয় মুখোমুখী হলেন হাজারও প্রশ্নের

উরফি জাভেদকে চেনে এমন মানুষ খুজে পাওয়া যাবে না। বিশেষ করে অদ্ভুত সব খোলামেলা পোষাক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *