বাংলা সিনেমার নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী পূজা চেরি। মডেলিংয়ের মধ্যদিয়ে যাত্রা শুরুর পর বিজ্ঞাপনে শুরু করেন তিনি। এরপর শিশুশিল্পী হিসেবে বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে সিনেমার ভুবনে পা রাখেন আলোচিত এই অভিনেত্রী।
এদিকে সম্প্রতি গত কয়েক মাস ধরে শাকিব খান খানের সঙ্গে প্রেমের গুঞ্জন চলাকালীন সময়ে নাটকের অভিনেতা জোভানের সঙ্গে অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়েছিল পূজা চেরির। থাইল্যান্ডের সময় কাটানো সেই ছবি পূজা চেরির সঙ্গে ফারহান আহমেদ জোভানের প্রেমের গুঞ্জন উসকে দিয়েছিল গেল বছর। যদিও ওই ছবিগুলোকে সে সময় ওয়েব ফিল্ম ‘পরি’-এর শুটিং দৃশ্য বলে দাবি করা হয়েছিল।
এ সময় পূজা চেরি ও ছবির প্রযোজক জানান, শুটিংয়ের দৃশ্যগুলো মোবাইল ফোনে ধারণ করে ছড়িয়ে দেওয়া হয়েছে। ৮ মার্চ নারী দিবস উপলক্ষে মুক্তি পাবে ‘পরি’ ওয়েবফিল্মটি। সেই দৃশ্য ছবিটিতে আছে কিনা তা মুক্তি পেলেই জানা যাবে।
ওয়েব ফিল্মের গল্পে, পাচারকারীদের খপ্পরে থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশি তরুণী দেশে ফিরতে চায়; উপায় না পেয়ে, যখন তার জীবন অন্ধকারে নিমজ্জিত, তখন একজন তারকা অভিনেতা আলোর প্রদীপ নিয়ে আসেন। কিন্তু সেই তরুণীকে পাচারকারীদের হাত থেকে বাঁচাতে পর্দার সেই জনপ্রিয় অভিনেতাই আসল নায়ক হতে পারেন কিনা তা নিয়েই গল্প।
মানব পাচারের একটি বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ওয়েব মুভি ‘পরি’ দীপ্ত নাটকে প্রধান চরিত্রে অভিনয় করছেন জোভান ও পূজা।
মাহমুদুর রহমান হিমি প্রযোজিত এ সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সৈয়দ বাচ্চু, সিনথিয়াসহ অনেকে। চিত্রনাট্য লিখেছেন রায়হান খান।
পরিচালক মাহমুদুর রহমান হিমি বলেন, বাংলাদেশে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। সেখানে ভিন্ন রূপে দেখা যাবে পূজা চেরি ও জোভানকে।
উল্লেখ্য, শিশু শিল্পীর পর ২০১৮ সালে ‘নূর জাহান’ নামক একটি সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে প্রাপ্ত বয়স্ক অভিনেত্রী হিসেবে পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। বর্তামানে অভিনয় নিয়ে অনেকটা ব্যস্ত সময় পার করছেন তিনি।