দীর্ঘদিন ধরেই নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করে আসছিলেন রোহান ইসলাম (২১) নামে এক যুবক। আর এরই মধ্যে গতকাল বুধবার (১ মার্চ) বিকালে প্রেমের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে ছা’ত্রীর মু’খে ব্লে’ড’ দিয়ে’ জ’খ’ম’ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে যশোরের অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গরুর হাটের সামনে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রোহান ইসলাম (২১) চালক একই উপজেলার বুইকরা গ্রামের পাড়া হায়দার আলীর ছেলে।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, রোহান দীর্ঘদিন ধরে আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রতিদিনের মতো বুধবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। পরে রোহান আমাকে গরুর হাটের সামনে থামিয়ে আবার প্রেমের প্রস্তাব দেয়। এ সময় আমি প্রস্তাবে রাজি না হওয়ায় রোহান রেগে গিয়ে আমার ‘মু’খে’ ব্লে’ড দিয়ে’ আ’ঘা’ত করে।
তিনি আরও বলেন, আমার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। তারা আমাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের ওসি এ কে এম শামীম হাসান জানান, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে ব্লে”ড’ দিয়ে ‘আ’ঘা’ত করে ওই যুবক। এ ঘটনায় অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে ‘মা’ম’লা দায়েরের প্রস্তুতি চলছে। একই তাকে খুব’ শী’ঘ্রই’ গ্রেপ্তার করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।