বাংলা সিনেমা জগতের অন্যতম সাড়া জাগানো তারকা দম্পতি আরিফা পারভিন জামান মৌসুমী ও ওমর সানী। দাম্পত্য জীবনের শুরু থেকেই একদিকে যেমন সংসার সামলাচ্ছেন, তেমনই অন্যদিকে অভিনয়ও চালিয়ে যাচ্ছেন এই দম্পিত। তবে এই মুহূর্তে খুব একটা ভালো নেই গুণী এই দম্পতি।
গত ২ মার্চ ছিল মৌসুমীর মায়ের জন্মদিন। বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন জামাতা ওমর সানী।
একই সঙ্গে শাশুড়ির অসুস্থতার কথা জানিয়ে মৌসুমীর মায়ের জন্য দোয়া চেয়েছেন নায়ক।
ওমর সানী লিখেছেন, আজকে আমার শাশুড়ি আম্মার জন্মদিন। উনি বেশ অসুস্থ সবাই দোয়া করবেন। আমাদের পরিবারের শেষ ছায়াটা যেন অনেকদিন বেঁচে থাকেন। শুভ জন্মদিন আম্মা।
এদিকে মাকে নিয়ে লেখা বাংলা সিনেমার অন্যতম গুণী এই অভিনেতার স্ট্যাটাসের কমেন্ট বক্সে ইতিবাচক মন্তব্য করেছেন সকলেই। লাইকের পাশাপাশি শেয়ারও হয়েছে অনেক।