Tuesday , March 21 2023
Breaking News
Home / Entertainment / আমি কর্ণারে গিয়ে কান্না করতাম, শাবনূরের যন্ত্রণায় তখন ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছিলাম না: পূর্ণিমা

আমি কর্ণারে গিয়ে কান্না করতাম, শাবনূরের যন্ত্রণায় তখন ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছিলাম না: পূর্ণিমা

বাংলা রূপালী জগতের এক সময়ের তুমুল জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী শাবনূর ও পূর্ণিমা। তাদের অভিনীত প্রায় প্রতিটি ‘সিনেমা’ ভক্তের মাঝে দারুন জনপ্রিয়তা পেয়েছে। তবে সময়ের ব্যবধানে শুধু অভিনয় জগৎ থেকেই নয়, দেশ থেকেও অনেকটা দূরে রয়েছেন আলোচিত এই দুই অভিনেত্রী।

অন্যদিকে দেশে থাকলেও সিনেমার খুব একটা বেশি দেখা যায় না পূর্ণিমাকে। তবে বিভিন্ন টিভি শো ও অনুষ্ঠানের উপস্থাপনায় সরব তিনি।

সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গেছেন পূর্ণিমা। শাবনূর বর্তমানে সিডনিতে থাকেন। সেখানে দেখা হয় এই দুই তারকার। এরপর তারা এসে ভক্তদের সঙ্গে ফেসবুক লাইভে আড্ডা দেন। অনেকদিন পর মুখোমুখি বৈঠকে খোলামেলা আলাপচারিতায় একে অপরের প্রশংসা করেন দু’জন। আড্ডায় পূর্ণিমা ভক্তদের কাছে শাবনূরের জনপ্রিয়তা ও অভিনয় নিয়ে একটি মজার গল্প শোনালেন।

পূর্ণিমা বললেন, ‘একটা সত্যি ঘটনা বলি। অপু তখন সুপারডুপার হিট, অপুর কষ্টের কারণে আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারিনি এবং কোনো চলচ্চিত্রের কাছে যেতে পারিনি। যখনই শুটিং করতাম, আমাদের কোরিওগ্রাফার, পরিচালকরা বলতেন- কী এক্সপ্রেশন, শাবনূরের মতো কর। কপি শাবনূর। কপি শাবনূর। সবাই বলছে শাবনূরের অভিব্যক্তি দেখছেন? তার চোখ কথা বলে তার ঠোঁট কথা বলে, তুমি শাবনূরের পায়ের যোগ্য নও। আমি বলতাম জ্বি জ্বি, আমি কর্ণারে গিয়ে কান্না করতাম।

অপরদিকে পূর্ণিমারও অভিনয়গুণ ও উপস্থাপনার প্রশংসায় ভাসান শাবনূর। সেই সঙ্গে দীর্ঘদিন পর পূর্ণিমার সঙ্গে দেখা হওয়ায় আপ্লুত শাবনূর বলেন, পূর্ণিমাকে দেখে আবেগে আপ্লুত হয়েছি। সত্যি বলতে কি, ওকে দেখে আমার চোখে জল আসছে। অনেকদিন পর তাকে দেখে ভালো লাগছে। এদিকে শাবনূর বলেন, অনেকেই মনে করেন আমাদের সম্পর্ক কুড়ালের মতো। আসবে কিন্তু তা নয়। ধারণা ভুল, আমাদের সম্পর্ক খারাপ মা।’ আড্ডায় এক সময়ের তুমুল জনপ্রিয় এই দুই অভিনেত্রী একসঙ্গে সিনেমা করার ইচ্ছাও প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০০৫ সালে ‘দুই নয়নের আলো’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করে চিত্রনায়িকা শাবনূর। বর্তমানে তার ঝুলিতে রয়েছে একাধিক ব্যবসায় সফল সিনেমা।

About Rasel Khalifa

Check Also

রেগে গেলেন অভিনেত্রী সাবিলা নূর, মূখ্য জবাব সোশ্যাল মিডিয়ায়

দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করছে সাবিলা নূর। অভিনয় জগতে পা রাখার পর তার পড়ালেখায় অনেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *