Tuesday , March 21 2023
Breaking News
Home / Countrywide / বিশ্ববিদ্যালয় ছাত্রী সেই শর্মী রানী আর নেই, মৃতদেহের পাশেই ছিল ১০টি ঘুমের ট্যাবলেট

বিশ্ববিদ্যালয় ছাত্রী সেই শর্মী রানী আর নেই, মৃতদেহের পাশেই ছিল ১০টি ঘুমের ট্যাবলেট

সম্প্রতি শর্মী রানী নাথ (২০) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর রহস্যজনক মৃ’ত্যু’কে কেন্দ্র করে গোটা এলাকাজুড়ে বেশ চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হতে দেখা যায়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্ম’হ’নন করেছেন। এছাড়া মৃ’ত দেহের পাশ থেকে ঘুমের ওষুধও পাওয়া গেছে।

বৃহস্পতিবার (০২ মার্চ) বিকেলে নগরের টিলাগড় এলাকার সৈয়দ মঞ্জিল ৬ তলা ভবনের ২য় তলায় শয়ন কক্ষে সিলিং’ ফ্যা’নে’র র’ডের রশি দিয়ে ফাঁ’স লা’গা’নো অ’বস্থা’য় ‘লা’শ’ ‘উদ্ধার করে পুলিশ।

মৃত শর্মি রানী নাথ সিলেটের দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের সতেন্দ্র চন্দ্র নাথের মেয়ে। তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের ২য় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি নগরীর টিলাগড় এলাকার একটি মহিলা হোস্টেলের ২য় তলায় বেশ কয়েক বছর ধরে ভাড়ায় থাকতেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, ওই কক্ষে শর্মিসহ দুই ছাত্রী থাকতেন। তার সহপাঠীরা বাড়ি চলে যায়। সিঙ্গেল রুমের একটা দরজা ভিতর থেকে লাগানো ছিল। হোস্টেলের আরেক ছাত্রী জানালা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে তা’র ‘নি’থ’র দে’হ ঝু’ল’তে দেখে কর্তৃপক্ষ’কে খব’র দেয়। খবর পেয়ে তিনি ঘ’টনাস্থলে গিয়ে দর’জা ভেঙে ক’ক্ষে প্রবেশ করেন। ওই ঘরে ‘সি”লিং ফ্যা’নে’র রডে’র সঙ্গে নাই’লনের রশি দিয়ে ঝু’লন্ত’ অবস্থায়’ ‘ম’র’দে’হ পাওয়া যায়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মঘাতী। মরদেহের পাশে ১০টি ঘুমের ট্যাবলেট পাওয়া গেছে এবং বিছানার উপর একটি টেবিলও রাখা ছিল। যে টেবিলে ওঠে গলায় দড়ি দেওয়া হয়।

এদিকে আলোচিত এই ঘটনার আসল কারণ উদ্ঘাটনে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য মৃ’ত’দেহ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে এমনটাই প্রত্যাশা করছেন পুলিশ।

About Rasel Khalifa

Check Also

বাংলাদেশের বর্তমান পরিস্থি নিয়ে কড়া বার্তা প্রদান করলো মার্কিন পররাষ্ট্র দফতর

বাংলাদেশের বর্তমান মানবাধিকার অবস্থা নিয়ে এবার কড়া বার্তা প্রদান করলো মার্কিন পররাষ্ট্র দফতর।জানা গেছে বাংলাদেশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *