সম্প্রতি গত কয়েকদিন আগেই ভারতীয় বাংলা সিনেমার অন্যতম খ্যাতিমান চিত্রপরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলীর একটি অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই রীতিমতো বেশ আলোচনার সৃষ্টি হতে দেখা যায়। নেটিজেনদের নানা ট্রলারও শিকার হতে হয়েছে তাদেরকে।
জন্মদিনে রাজের ঠোঁটে চুম্বন এঁকে দেওয়া সেই ছবি নিয়ে সমালোচনার মুখে এবার মুখ খুলেছেন শুভশ্রী।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, ‘যারা ট্রোল করেন, আমাদের কোনো অস্তিত্ব নেই। আমরা আমাদের মত কাজ করি। এবং আমরা প্রতি মিনিটে একে অপরকে চুম্বন করি।’
সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, পুরুষদের তুলনায় নারীদের বেশি সমালোচনার মুখে পড়তে হয়। তবে অভিনেত্রী বিশ্বাস করেন যে মহিলারা শক্তিশালী – সমালোচকরা এটি জানেন এবং বারবার আক্রমণ করেন।
শুভশ্রী বলেন, ‘শিল্পে ১৬ বছর কাটিয়েছি, আমি কখনও নারীবাদ, লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের গুঞ্জন দেখিনি। কিন্তু আমরা নারীরা প্রতিনিয়ত লড়াই করছি, আশা করি একদিন আমরা জিতব। নারী-পুরুষের সমান সম্মান থাকতে হবে।
এদিকে এতো আলোচনা-সমালোচনার একপর্যায়ে শুভশ্রীর দেয়া এ ব্যাখ্যার পর ইতিবাচক মন্তব্য করেছেন তার অগণিত ভক্ত-শুভাকাঙ্খীরা।