Saturday , April 1 2023
Breaking News
Home / International / ওমরাহ পালনেচ্ছুকদের বড় ধরনের সুখবর দিল সৌদি সরকার

ওমরাহ পালনেচ্ছুকদের বড় ধরনের সুখবর দিল সৌদি সরকার

প্রতিবছর লাখ লাখ মুসল্লি সৌদি আরবে যান হজ এবং ওমরাহ পালন করার জন্য। তবে হজ এবং ওমরাহ পালন করার জন্য মুসল্লিদের নানা ধরনের বিধি-নিষেধের মাঝে পড়তে হতো এবং অনেক ধরনের সীমাবদ্ধতা মেনে চলতে হতো। এবার ওমরাহ পালনকারীদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার যেটা ওমরাহ পালনকারীদের জন্য একটি বড় সুখবর বটে।

সৌদি সরকার ওমরাহ পালনে কোনো সীমাবদ্ধতা রাখছে না। কেউ যত খুশি ততবার ওমরাহ করতে পারে। ভ্রমণ বা কাজের ভিসা থাকলেও পর্যটকরা ওমরাহ পালন করতে পারেন।

তবে বিষয়টি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে জানাতে হবে। এ ছাড়া ওমরাহ ভিসায় মক্কা-মদিনা ভ্রমণের সুযোগ পাওয়া যাবে। সৌদি গেজেটের খবর।

সাম্প্রতিক মাসগুলোতে, সৌদি সরকার ওমরাহ পালন করতে ইচ্ছুক মুসলমানদের জন্য সুযোগ-সুবিধা বাড়িয়েছে। ব্যক্তিগত ও পর্যটনসহ বিভিন্ন ভিসা নিয়ে সৌদি আরবে যেতে পারবেন এবং ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে ওমরাহ পালনের পাশাপাশি মদিনায় হযরত মুহম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে পারবেন।

সৌদি সরকার ওমরাহ ভিসার মেয়াদ ৩০ থেকে বাড়িয়ে ৯০ দিন করেছে। তীর্থযাত্রীরা ফেরার সময় যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে পারবেন।

এই সুযোগটি নেওয়ার জন্য, ওমরাহ পারমিটে মক্কার মসজিদুল হারামে অবস্থানের সময় নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে বলে বিধান করা হয়েছে।

উল্লেখ্য, ওমরাহ হল মক্কা, সৌদি আরবের একটি তীর্থযাত্রা, যা বছরের যে কোনো সময়ে করা যেতে পারে, হজের বিপরীতে, যার একটি নির্দিষ্ট সময় রয়েছে। রজব, শাবান ও রমজান মাসে ওমরাহ করা বাঞ্ছনীয়, তবে তা বাধ্যতামূলক নয়। যারা ওমরাহ পালন করবেন তাদের ওমরাহ পালন সংক্রান্ত সৌদি সরকার কর্তৃক জারি করা সর্বশেষ আপডেট এবং নির্দেশিকাগুলি পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

About bisso Jit

Check Also

মন পেতে স্বামীকে অন্যের বিছানায় পাঠিয়ে সংসারের কাজ সামলান স্ত্রী

বিষয়টি অনেকটা অবাক করা হলেও বাস্তবেই নাকি এমনটাই ঘটছে এক দম্পতির সঙ্গে। নিজ স্বামীকে খুশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *