বলিউডের কিং খান হিসেবে সালমানের খানের কিংবা আমির খানের নাম আসে না, আসে শাহরুখ খানের নাম। কারন তিনি বলিউডের কিং বা বাদশা হিসেবে খ্যাতি পেয়েছেন। সমগ্র বিশ্ব জুড়ে রয়েছে তার কোটি কোটি ভক্ত। তাকে কোনো ভাবে একটি পলক দেখার জন্য যে কোনো উপায় অবলম্বন করতে পিছ পা হন না তার কোনো কোনো ভক্ত। এবার তার দুই অন্ধ ভক্ত ঘটালেন ভিন্ন ধরনের এক কান্ড।
বৃহস্পতিবার (২ মার্চ) মধ্যরাতে কিং খানের বাড়ির (মান্নাত) পেছনের দেয়াল টপকে দুই যুবক ঢুকে পড়ে। তাদের বয়স ১৯ থেকে ২০ এর মধ্যে হবে। তবে লক্ষ্য অর্জনের আগেই নিরাপত্তা কর্মীদের নজরে পড়ে তারা। অনুপ্রবেশ এবং অন্যান্য অপরাধের জন্য দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তদন্ত চলছে।
মুম্বই পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুই যুবক গুজরাট থেকে শাহরুখকে দেখতে এসেছেন। তারা বাড়ির দেয়াল টপকে চুপচাপ ভেতরে বসে থাকে। কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারেননি। সিসিটিভিতে ধরা পড়ে তাদের ভেতরে অবস্থান করার দৃশ্য। এমনকি তারা তাদের প্রিয় নায়ককে দেখতে সেখানে কান্নাকাটি শুরুও করে।
এদিকে ‘জওয়ান’ ছবির শুটিং শরু হয়েছে, তবে মাঝে মাঝে বাড়ি ফেরেন বলিউডের কিং, তিনি সিনেমার শুটিংয়ের কাজ সেরে ভোরের দিকে বাড়ি ফিরেছেন। তাই তিনি জানটে পারেননি তার এই দুই অন্ধ ভক্ত কী কান্ড না ঘটিয়েছেন তার বাড়িতে এসে।