Tuesday , March 21 2023
Breaking News
Home / Countrywide / শশুর বাড়িতে অস্ত্র নিয়ে হাজির জামাই, হলো না শেষ রক্ষা

শশুর বাড়িতে অস্ত্র নিয়ে হাজির জামাই, হলো না শেষ রক্ষা

বরিশাল জেলার হিজলা উপজেলাধীন একটি এলাকায় এক যুবক তার স্ত্রীকে ভয় দেখিয়ে শায়েস্তা করতে অস্ত্রসহ হাজির হয় শ্বশুরবাড়িতে। ঐ যুবক জানায় তার স্ত্রী তার সাথে বিবাদের পর অনেক দিন ধরে শশুরবাড়িতে রয়েছে এবং সেখানে পরকীয়ায় জড়িয়েছে। ঐ যুবকের কাছ থেকে একটি বিদেশি পি”/স্তল, ম্যাগজিন, সাত রা”উন্ড গু”লি ও একটি ছু”/রিসহ ঐ যুবককে তার শশুরবাড়ি থেকে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ মার্চ) হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইউনুস মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৩ মার্চ) রাতে উপজেলার মেমনিয়া ইউনিয়নের বাদুরী গ্রামে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে অ”স্ত্র দেখিয়ে হু”/মকি দেওয়ার সময় তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার চর মেমনিয়া গ্রামের প্রয়াত জলিল সরদারের ছেলে কামাল হোসেন (৩২)। তিনি গাজীপুরের পূর্ব টঙ্গীর থানার এরশাদনগর এলাকায় থাকতেন।

জানা যায়, শুক্রবার রাতে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন কামাল। স্ত্রী পরকীয়া করে এমন সন্দেহে কামাল ঝগড়া করে। পরে ওই দিন সকাল ১টার দিকে প্রথমে একটি চাইনিজ গিয়ার ছু”/রি বের করে আত্মহ”ননের হু”/মকি দেয়। এ সময় বিদেশি একটি পি”/স্তল বের করে। এরপর কামালের শ্বশুর বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ খবর পেয়ে কামালকে আট”ক করে।

মেমনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন জানান, গ্রেফতারকৃত ব্যক্তি টঙ্গী এলাকায় ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন। সেখানে স্ত্রীর সঙ্গে থাকতেন। দাম্পত্য কলহের জেরে বাড়িতে অ”/স্ত্র নিয়ে আসে। কামাল বলেন, অ”/স্ত্র সংগ্রহ করা হয়েছে।

মোঃ ইউনুছ মিয়া যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি ঘটনার বিষয়ে জানান, গতকাল (শুক্রবার) রাতের দিকে তার শশুর থানায় ফোন করলে সেখান থেকে কামালাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ উল্লেখিত জিনিসগুলি পাওয়া যায়। তবে এই ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

About bisso Jit

Check Also

প্রকাশ্যে সুন্দরী নারী দেখলে যা করতেন সেই আরাভ খান, বিয়ে করেছেন অন্তত ২০ জনকে

দুবাইয়ে অবস্থানরত পুলিশ কর্মকর্তানা মামুন ”’হ””ত্যা”’ মা’ম’লা’র আসামি আরাভ খানের বিরুদ্ধে রীতিমতো তদন্ত চালিয়ে যাচ্ছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *