Thursday , March 30 2023
Breaking News
Home / Entertainment / বিনোদন জগতে আবারো শোকের ছায়া, আর নেই তুমুল জনপ্রিয় সেই অভিনেতা

বিনোদন জগতে আবারো শোকের ছায়া, আর নেই তুমুল জনপ্রিয় সেই অভিনেতা

আর নেই হলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা টম সাইজমোর। গত শুক্রবার (৩ মার্চ) ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দেশটির এক সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তার ম্যানেজার চার্লস ল্যাগো। গুণী এই অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিনোদন পাড়ায়।

তার বয়স হয়েছিল ৬১ বছর। অভিনেতা তার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে মস্তিষ্কের অ্যানিউরিজমের কারণে দুই সপ্তাহ ধরে হাসপাতালে ছিলেন।

জানা যায়, ১৮ ফেব্রুয়ারি টমকে তার বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায়। সে সময় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তিনি কোমায় চলে যান। তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। তারপরও শেষ রক্ষা হয়নি।

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা টম সাইমোর। দাপটের সঙ্গে ‘ন্যাচারাল বর্ন কিলার’, ‘সেভিং প্রাইভেট রায়ান’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। পরে তার বিরুদ্ধে দাম্পত্য কলহ, অ’তি’রি”ক্ত ‘মা”দ’ক সে’ব’নের মতো ‘একাধি’ক অভিযোগে অভিযুক্ত হন। একাধিক আইনি জটিলতা তার কর্মজীবনকে প্রভাবিত করে। কোটিপতি থেকে গৃহহীন হতে টম সাইমোরের বেশি সময় লাগেনি। এমনকি জেলে রাত কাটাতে হয়েছে অভিনেতাকে।

১৯৯৭ সালে, টম সাইজমোর তার তৎকালীন স্ত্রী মায়েভ কুইনলানের বিরুদ্ধে শা’রী’রি;কভাবে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হন। মামলার কয়েক বছর পর, আদালত ১৯৯৯ সালে অভিনেতার বিরুদ্ধে সমস্ত অভিযোগ খারিজ করে দেয়। সেই বছরই মায়েভের সাথে টমের সম্পর্ক বিচ্ছেদ ঘটে।

এদিকে হলিউডের অন্যতম গুণী এই অভিনেতার মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন তার অগণিত ভক্ত-শুভাকাঙ্খী।

About Rasel Khalifa

Check Also

যাদের কাছে আমার ছবি রয়েছে, ডিলিট করে দেবেন: অভিনেত্রী মৌসুমী

নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। তিনি সিনেমায় অভিনয়ের পর তাকে আর পেছেন ফিরে তাকাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *