মধ্যরাতে স্ত্রীকে ভয় দেখতে গিয়ে রীতিমতো নিজেই ফেঁসে গেলেন কামাল হোসেন (৩২) নামে এক যুবক। জানা যায়, শ্বশুরের দেয়া তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (৩ মার্চ) গভীর রাতে বরিশালের হিজলায় অভিযান চালিয়ে বিদেশি পি’স্ত’ল’, ‘ম্যা’গ’জি’ন, ৭ রাউন্ড ‘গু’লি’ ও গি’য়ার ‘চা’কু’সহ ওই যুবককে আটক করে পুলিশ।
অভিযুক্ত জুবাক হিজলা উপজেলার চর মেমনিয়া গ্রামের ‘মৃ’ত জলিল সরদারের ছেলে। তিনি টঙ্গীর এরশাদনগর এলাকায় থাকতেন। হিজলা উপজেলার মেমনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কামাল বাদুরী গ্রামে তার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছেন। ‘প’র’কী”য়া’র’ জে’র ধরে শুক্রবার (৩ মার্চ) রাতে ‘স্ত্রী’র সঙ্গে ঝ’গ’ড়া হয় কামালের।
পরে বেলা ১টার দিকে কামাল প্রথমে একটি ‘চা’ই’নি’জ ‘গি’য়া’র ‘ছু’রি বের করে আ’ত্ম”হ”’ত্যা”র ‘হুম’কি দেয়। পরে একটি বিদেশি পি’স্ত”ল’ ‘বের করে। তখন কামালের শ্বশুর আমাকে বিষয়টি জানান। ইউপি চেয়ারম্যান জানান, খবর পেয়ে কামালকে আটক করা হয়েছে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে খবর দিলে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কামালকে অ’স্ত্র’সহ আটক করেন।
তিনি আরও জানান, কামাল টঙ্গী এলাকায় ইলেকট্রিশিয়ানের কাজ করতেন এবং স্ত্রীকে নিয়ে এরশাদনগরে থাকতেন। কিন্তু সম্প্রতি তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। সে বাড়িতে ‘অ’স্ত্র’ নিয়ে এসেছিল বলে স্বজনদের ধারণা। তবে কামাল ওই’ অ’স্ত্র’গু’লো তুলে নিয়েছেন বলে দাবি করেছেন। ভালো ছেলে হিসেবে গ্রামে কামালের সুনাম রয়েছে এবং চেয়ারম্যান আরো জানান, তিনি তার ‘স্ত্রী’কে’ ভ’য় দেখানোর জন্য তাদের নিয়ে আসেন।
এদিকে এ বিষয়ে ওসি ইউনুস মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, এ ঘটনায় ইতিমধ্যেই থানায় মামলা হয়েছে। আর এ মামলায় আটককৃত ওই যুবককে আসামি করা হয়েছে বলেও জানান তিনি।