আওয়ামী লীগের (Awami League) নিবন্ধন ও কার্যক্রম স্থগিতের একদিন পরই সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ও শেখ হাসিনার (Sheikh Hasina) ছেলে সজীব ওয়াজেদ জয় (Sajeeb Wazed Joy) যুক্তরাষ্ট্রের (United States) নাগরিকত্ব গ্রহণ করেছেন—এ ঘটনাকে ‘কাকতালীয় নয়, বরং পরিকল্পিত’ বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক কনক সরওয়ার (Kanak Sarwar)।
“বুঝলে বুঝপাতা না হয় তেজপাতা…”
মঙ্গলবার সকালে দেওয়া একটি ফেসবুক পোস্টে কনক সরওয়ার লিখেছেন, “বাংলাদেশে গুম-খুন-গণহত্যার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হবার পরদিনই জয় তার বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করে মার্কিন নাগরিক হন। এটা কেউ কেউ ঐশী ইঙ্গিত হিসেবেও দেখছেন।”
তিনি আরও বলেন, “জয় আগেই গর্ব করে বলেছিলেন, তার কোনো বিদেশি পাসপোর্ট নেই। তিনি সবুজ বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেন। কিন্তু এখন সেই কথার ঠিক উল্টো পথে হাঁটলেন।”
“হাসিনা পরিবার বুঝেই দেশ ছেড়েছে”
কনক সরওয়ার বলেন, “শেখ হাসিনাসহ আওয়ামী পরিবার পরিস্থিতি আঁচ করেই দেশ ছাড়ে। জয়ও সেই পরিকল্পনার অংশ হিসেবে স্থায়ী বসবাসের অনুমতিকে নাগরিকত্বে রূপ দিলেন। আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চয়তা বুঝে নেওয়া সিদ্ধান্ত এটি।”
তিনি ব্যঙ্গ করে বলেন, “হে আওয়ামী কর্মীগণ, বুঝলে বুঝপাতা, না হয় তেজপাতা!”