বাংলা ধারাবাহিক নাটকের ভয়ংকর খলনায়িকাদের মধ্যে অন্যতম এক নাম নন্দিনী চট্টোপাধ্যায়। পর্দার বাইরে খোলা-মেলা পোশাক নিয়ে প্রায় আসেন আলোচনায়। আর এরই ধারাবাহিকতার মধ্যদিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লাউজ খুলে ছবি পোস্ট করে আবারো সংবাদ মাধ্যমের শিরোনামে নন্দিনী।
শাড়ি-ব্লাউজ খুলে একেবারে হট অবতারে ধরা দিয়েছেন নন্দিনী।
কোথায় শাড়ি, কোথায় বা টিপ, কোথায় গেল বড় খোঁপা? আন্টি ২ এর এই চেহারা দেখলে বিষম খেতে বাধ্য হবেন।আন্টি-পিসির ছবি ছেড়ে একেবারে হট অবতারে ক্যামেরার সামনে ধরা পড়েছেন নন্দিনী। নন্দিনী বিকিনি পরে গোয়ার সমুদ্র সৈকতে তার ফ্রোলিকিংয়ের ছবি এবং ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়েছেন। তাকে একনজর দেখলে চোখ ফিরিয়ে নেবে।
আসলে চরিত্রের কারণে পর্দায় তাকে সবসময় শাড়ি পরতে দেখা যায় কিন্তু বাস্তব জীবনে তিনি বিভিন্ন ধরনের পোশাক পরেন। নন্দিনীও পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পছন্দ করে। স্লিম ফিগারের টু-পিস পোশাকে সমুদ্র সৈকতে পোজ দিয়ে হালফিলের নায়িকাদের কার্যত চ্যালেঞ্জ করেছিলেন নন্দিনী। রঙিন বিকিনি পোশাকে সাগরে আগুন লাগিয়েছেন এই অভিনেত্রী।
এই ছবি ও ভিডিওতে নন্দিনীর ফিগার সবার নজর কাড়ছে। এই বয়সে শারীরিক কসরতের রুটিন তার চেহারায় স্পষ্ট দেখা যায়। চেহারায় কোথাও বয়সের ছাপ নেই।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া নন্দিনীর এ ছবিকে কেন্দ্র করে সমালোচনায় মেটেশনে নেটিজেনরা। তবে অন্যদিকে আবার প্রশংসাও করেছেন তার অগণিত ভক্ত-শুভাকাঙ্খীরা।