সাইফ আলী খান কারিনা কাপুর খান , বলিউডের বর্তমান সময়ের আলোচিত এবং এক সুখী দম্পতি হলেন তারা। তারকা দম্পতি হওয়ার কারনে তাদের পেছনে সব সময় লেগেই থাকে সাংবাদিকরা। এবার এ নিয়ে মেজাজ হারালেন খোদ সাইফ আলী খানই। তিনি ফটোগ্রাফারদের ডেকে বললেন, ‘বেডরুমে আসুন!’ হঠাৎ এমন কেন বললেন অভিনেতা? নেটপাড়ায় চলছে জোর আলোচনা।
বৃহস্পতিবার (২ মার্চ) রাতে মালাইকা অরোরা ও অমৃতা অরোরার মায়ের জন্মদিনের পার্টি ছিল। কালো পোশাকে অতিথি হিসেবে হাজির হন বেবো ও সাইফ।
ভিডিওতে সাইফের হাত ধরে কারিনাকে দেখা যাচ্ছে। সাদা পায়জামা ও বাদামি চামড়ার জুতার সঙ্গে কালো কুর্তায় দেখা গেছে সাইফকে। কারিনাকে একটি কালো কাটআউট পোশাকে চটকদার দেখাচ্ছিল, যা তিনি এক জোড়া পয়েন্টেড টো পাম্প এবং একটি কালো ক্লাচ দিয়ে সাজিয়েছিলেন। পাপারাজ্জিরা তাদের অনুসরণ করতে শুরু করলেই সাইফ বলেন, ‘এক কাজ করো আমাদের বেডরুমে এসো’।
তবে সাইফের কড়া মন্তব্যের পেছনে আরেকটি কারণ সামনে এসেছে। কিছুদিন আগে ক্যামেরা নিয়ে নতুন মা আলিয়াকে আক্রমণ করেন পাপারাজ্জিরা। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে গোটা বলিউড।
প্রসঙ্গত, এ দিকে অনেকেই এই ঘটনাকে বলছেন একটা প্রতিবাদের ভাষা। কারন কিছু দিন আগেই আলিয়া ভাতের রুম থেকে তার ব্যক্তিগত ছবি তুলে নিয়ে যায় কেউ। আর এই নিয়ে অনেকেই জানিয়েছেন প্রতিবাদ। যার কারণে সাইফ আলী খানের ঘটনায় অনেকেই এটাকে ওই ঘটনার প্রতিবাদ হিসেবে ধরছেন।