ঘটনাটি অনেকটা অবাক করা হলেও বাস্তবেই এবার এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের বুন্দি জেলার সিলোর গ্রামে। যা নিয়ে রীতিমতো গোটা এলাকাজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। জানা গেছে, দীর্ঘদিন ধরেই নিজ পুত্রবধূকে মনে মনে পছন্দ করে আসছিলেন শ্বশুর রামেশ বৈরাগী। এরই জের ধরে এবার নাকি ছেলের বউ নিয়ে পালিয়ে গেছেন তিনি।
ঘটনাটি জানাজানি হলে তার ছেলে পবন বৈরাগী তার বাবার বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করেন। তবে পবনের দাবি, লোভের বশেই তাঁর স্ত্রীকে তুলে নিয়ে গিয়েছে তাঁর বাবা। তাই তার স্ত্রী নির্দোষ।
পবন ছয় মাস বয়সী শিশুটিকে স্ত্রীর কাছে রেখে গ্রামের বাইরে কাজে চলে যায়। তার বৃদ্ধ বাবা বাড়িতে ছিলেন।
তার বাবা রমেশ বৈরাগী অনৈতিক কাজের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি।শুধু তাই নয়, নিজের বাইকটি বাড়িতে রেখে কাজে যান পাওয়া বৈরাগী। ফলে বাইকে চেপে বউকে নিয়ে গ্রাম ছাড়েন তিনি।
তবে এ ঘটনা নতুন কিছু নয়, ইতিপূর্বেও এমন ঘটনা ঘটেছে বহুবার। যা নিয়ে তুলকালাম সব কাণ্ড ঘটেছে বিশ্বের বিভিন্ন দেশেই।