Thursday , March 30 2023
Breaking News
Home / Countrywide / ‘’নামাজ পড়তে যাওয়ায় আমি প্রাণে বেঁচে গেছি”

‘’নামাজ পড়তে যাওয়ায় আমি প্রাণে বেঁচে গেছি”

গতকাল চট্টগ্রামের একটি অক্সিজেন প্লান্টে ভ”য়াবহ বি”/স্ফোরণের ঘটনা ঘটে, এই ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন ৬ জন। এই দূর্ঘটনায় সেখানকার কর্মরত কয়েকজন বেঁচে যান। তাদের মধ্যে একজন মসজিদে ঠিক ঐ সময়ে নামাজ পড়তে যান। যার কারনে তিনি দূর্ঘটনার হাত থেকে রক্ষা পান।

৪ টা ৪০ মিনিট নাগাদ আসরের নামাজ পড়তে বের হই। মসজিদের কাছে পৌঁছানোর পর হঠাৎ বিকট শব্দ শুনতে পেলাম। দ্রুত এসে দেখি, শুধু ধোঁয়া আর ধোঁয়া। এভাবেই সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে বেঁচে যাওয়ার বর্ণনা দিচ্ছিলেন প্রতিষ্ঠানটির সুপারভাইজার সানা উল্লাহ।

তিনি বলেন, “আমি নামাজ পড়তে না গেলে হয়তো দুর্ঘটনায় আর বেঁচে থাকতাম না। নামাজ পড়তে যাওয়ায় আল্লাহ আমাকে বড় বিপদ থেকে রক্ষা করেছেন।’
সানা উল্লাহ গত ১৮ বছর ধরে সীমা গ্রুপে কর্মরত। আগে থাকতেন চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায়। এখন পরিবার নিয়ে কদমরসুল এলাকায় থাকেন। সানা উল্লাহ বলেন, ওই সময় প্ল্যান্টে ৪-৫ জন কাজ করছিলেন। আমার মতো দুয়েকজন নামাজ পড়তে চলে যায়। ‘

প্ল্যান্টে ৪-৫ জন কাজ করলে এত মানুষ কিভাবে আহ”ত হলো জানতে চাইলে সানা উল্লাহ বলেন, ‘প্ল্যান্টে কর্মরত লোক ছিল কম। বাকি যারা আহ”ত হয়েছেন তারা সিলিন্ডার পরিবহনে নিয়োজিত গাড়ির চালক, হেলপার ছিলেন। গাড়ি নিয়ে এসে সেখানে অবস্থান করছিলেন। এ সময় বি”/স্ফোরণ হলে তারা আহ”ত হন। ’

তিনি বলেন, ‘দুর্ঘটনার পর যত দ্রুত সম্ভব মালিককে জানাই। এছাড়া আহ”তদের উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে পাঠাই। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করে। ‘

শনিবার বিকেল সাড়ে ৪টায় সীমা অক্সিজেন লিমিটেডের প্ল্যান্টে বি”/স্ফোরণের ঘটনা ঘটে। এতে ছয়জন প্রয়াত হন। আহ”ত হয়েছেন অন্তত ২০ জন। এদের মধ্যে দুজন চিকিৎসা নিয়ে ফিরেছেন। আরো ১৮ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরদিন রোববার দুপুর ১২টার দিকে কোম্পানির ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, দুর্ঘটনার সময় কোম্পানিতে ১৫ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের মধ্যে এ পর্যন্ত চারজন আর বেঁচে নেই। অন্যরা আহ”ত হয়েছেন। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহ”ত বাকিরা বাইরের লোক। বি”/স্ফো”রণে লোহার টুকরো উড়ে গিয়ে তারা আহত হয়।

এদিকে সেখানে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ পরিচালনার সময় জনিয়েছিলেন যে এটি একটি দূর্ঘটনা এটার পেছনে অন্য কোনো কারণ নেই। এদিকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের দু’একজন খুব গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় সরকারের পক্ষ থেকে চিকিৎসার ব্যয় বহন করার ঘোষনা দিয়েছে।

About bisso Jit

Check Also

গোপনে মোবাইল ফোন দেখে তারাবি নামাজ পড়ান ইমাম, মুসল্লিদের মাঝে ক্ষোভ

শুরু হয়েছে রমজান মাস। প্রতিবছরের ন্যায় এবছরেও মানুষ সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের আশায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *