ভারতের দক্ষিণী সিনেমার বেশ সাড়া জাগানো একজন অভিনেত্রী খুশবু সুন্দর। ক্যারিয়ারে বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করে কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে বিনোদন জগতের বাইরে সম্প্রতি জাতীয় মহিলা কমিশনের সদস্য নির্বাচিত হয়েছেন সবার প্রিয় এই অভিনেত্রী। তবে রাজনীতিতে পা রাখার বেশ কয়েক বছর পর খুশবু সুন্দর জানালেন— শৈশবে তাকে তার বাবা ‘যৌ’ন’ নির্যা’তন করেছেন।
মোজো স্টোরিকে দেওয়া সাক্ষাৎকারে খুশবু সুন্দর বলেন, “আমি মনে করি যখন একটি শিশু নির্যাতিত হয়, তখন সেই দাগ সারাজীবন তাদের সাথে থাকে। এটা সব ছেলে-মেয়ের জন্যই প্রযোজ্য। বিয়ের পর আমার মা অনেক নির্যাতনের শিকার হয়েছেন। স্ত্রী ও শিশুদের মারধর করা, মেয়েকে যৌন হয়রানি করা যেন আমার বাবার জন্মগত অধিকার। আমি ৮ বছর বয়সে ”যৌ’ন’ নির্যাতনের’ ‘শিকা’র হয়েছিলাম, কিন্তু ১৫ বছর বয়সে, আমি এই বিষয়ে প্রতিবাদ করার সাহস করেছিলাম।
খুশবু যখন তার বাবার ‘যৌ’ন নি’র্যাতনের’ প্রতিবাদ করেছিল, তখন তার মধ্যে একটা ভয় কাজ করেছিল। সে প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন- ‘আমার একটাই ভয় ছিল, মাকে বললে তিনি বিশ্বাস করবেন না। কারণ আমি মাকে এমন অবস্থায় দেখেছি যেখানে তার বিশ্বাস ছিল অটুট। তার স্বামী তার কাছে ঈশ্বরের মতো। কিন্তু আমি ১৫ বছর বয়সী হওয়ার পরে, আমি ঠিক করি আর না। তখন আমি তাকে প্রতিহত করতে শুরু করি। আমার ১৬ বছর হওয়ার আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। একবারও ভাবিনি আমরা কী খাব, পরের দিন থেকে কোথায় থাকব।’
মূলত তামিল সিনেমার অভিনেত্রী খুশবু সুন্দর। তবে তিনি তেলেগু, মালায়লাম, কন্নড় এবং হিন্দি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন। দীর্ঘ অভিনয় জীবনে তিনি ২০০টি সিনেমায় অভিনয় করেছেন।
অভিনয়ের বাইরে বিগত অনেক বছর ধরেই রাজনীতিতে সক্রিয় ভারতীয় দক্ষিণী সিনেমার অন্যতম গুণী এই অভিনেত্রী। শুরুতে ডিএমকে পার্টির পরে যোগ দেন কংগ্রেসে। পরবর্তীতে ২০২১ সালে যোগ দেন বিজেপিতে।