বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ও খ্যাতিমান একজন সঙ্গীতশিল্পী এ আর রহমান। ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে ভক্তদের মাতিয়ে রাখছেন তিনি। তবে এদিকে এবার জানা গেল, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গুণী এই সংগীতশিল্পীর ছেলে এ আর আমিন।
নিজের গানের শুটিং চলাকালীন দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
আমিনের একটি গানের শুটিং চলছিল। এ সময় তার মাথার ওপরের ঝাড়বাতি পড়ে যায়। এ ছাড়া সেটের ভেতরে ক্রেন দিয়ে ওপরে ঝোলানো চাদোয়াও ভেঙে পড়ে। এ অবস্থায় রহমানপুত্রকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। ফলে বড় কোনো চোট পাননি তিনি।
দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ প্রসঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘তিন দিন আগে দুর্ঘটনার সাক্ষী হয়েছিলাম। তবে এখন ভালো আছি। তাই আমি ঈশ্বর, পিতামাতা এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞ। আমি মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে পারফর্ম করছিলাম, তখন ক্রেনের সঙ্গে ঝুলন্ত তিনটি ঝাড়বাতিসহ পুরো জিনিসটাই ভেঙে পড়ে। একটু অন্যরকম হলেই হয়তো এখন সবকিছু অন্যরকম হতো। এই ঘটনার আকস্মিকতা থেকে আমি এখনো সুস্থ হতে পারিনি। আমার দল এবং আমি এখনো সেই ভয়ের মধ্যে আছি, যা কাটিয়ে ওঠা কঠিন।’
আমিনের এমন পোস্ট দেখে বিচলিত নেটিজেনরাও। কিন্তু তার কোনো ক্ষতি হয়নি জেনে স্বস্তি পেয়েছেন তারা। তার জন্য দোয়াও করেছেন তারা।
বিগত বেশ কয়েক বছর ধরেই সংগীতশিল্পী হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন আমিন। তার গাওয়া বেশকিছু গান ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে কোটি ভক্তের মনে। বিনোদন জগতে তার আত্মপ্রকাশ ঘটে ২০১৫ সালে।