সামাজিক যোগাযেগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন সময়ে নানা গুজব ছড়িয়ে থাকে দুস্কৃতিকারীরা। যার কারণে রীতিমতো বিভ্রান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। এরই এরই জের ধরে এবার কঠোর হুঁশিয়ারি দিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার (৬ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ফেসবুক তথা সামাজিকমাধ্যম ব্যবহার করে গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এর আগে ২৫ মার্চ গ’ণ”হ””ত্যা” দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, আপনারা জানেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ২৬ মার্চ সাভার সফর করবেন। বিদেশি কূটনীতিকরাও সেখানে যাবেন। নিরাপত্তা বাহিনীকে তাদের পথে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। যেখানে প্রয়োজন সেখানে সড়ক ব্যবস্থার সৌন্দর্যায়ন, গোয়েন্দা সংস্থার তৎপরতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
এ দুই দিবস উদযাপন উপলক্ষে কোনো হুমকি আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা সংস্থার লোকজন বলেছেন, তাদের কাছে এ ধ’রনের কোনো তথ্য নেই। তবে তথ্য থাকুক বা না থাকুক, তারা ব্যবস্থা নিচ্ছে।
মন্ত্রী আরও বলেন, গোটা দেশের মানুষ যাতে গ’ণ”হ”’ত্যা” দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন করতে পারে সে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক মিনিটের জন্য সব আলো নিভিয়ে দেওয়া হবে। ব্ল্যাকআউট রাত ১০:৩০ PM থেকে ১০:৩১ PM পর্যন্ত চলবে৷
নির্মাণ কাজের কারণে জাতীয় স্টেডিয়ামে ২৬ মার্চের প্যারেড বন্ধ থাকবে। তবে বঙ্গভবনে সংবর্ধনা হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, ঢাকায় আলো থাকবে। প্রতিবারের মতো এবারও করা হচ্ছে। ২৫ মার্চ রাতে কোন আলোকসজ্জা থাকবে না। তবে ২৬ মার্চ আলোকসজ্জা থাকবে। হাসপাতালটি আলোর বাইরে থাকবে।
একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, প্রতি বছরের মতো এবারেও কারাগার, হাসপাতাল, এতিমখানার মতো জায়গাগুলোতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হবে।