সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে একটি ভিন্ন ধরনের প্রতারনা ঘটাচ্ছে বেশ কয়েকটি চক্র। এই চক্র কথিত জ্বীনের বাদশা পরিচয় দিয়ে বিভিন্ন কায়দায় হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। মাঝে মাঝে এই চক্রের সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবার দিনাজপুরে তিন কোটি টাকা প্রতারণার অভিযোগে কথিত জ্বীনের বেগমসহ চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৫ মার্চ) দুপুরে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ এ তথ্য জানান। এর আগে শনিবার (৪ মার্চ) রাতে বিশেষ অভিযানে নগরীর পাটুয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানে ব্যাংকের চেক শিট, ভিসা ডেবিট কার্ড, একটি মোটরবাইক ও জালিয়াতির কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, মোহাম্মদ বাবুর স্ত্রী কথিত জ্বীনের বেগম লাইজু, আখি সুবর্ণা, আলতাব হোসেন ও অনুরাগ আল ইমরান।
পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, প্রায় চার বছর ধরে কথিত জ্বীনের বেগম লাইজুসহ প্রতারক চক্র ধর্মের ভাবাবেগকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রতারণা করে আসছিল। এরই ধারাবাহিকতায় দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় এক আমেরিকা প্রবাসীর মা বেহেস্তে মসজিদ নির্মাণ ও জ্বীনদের খাওয়ানোর নামে প্রায় তিন বছর ধরে তিন কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন। এই চক্রটি মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে এই সমস্ত টাকা নিয়েছে বলে অভিযোগ।
তিনি এই ঘটনার বিষয়ে আরো জানিয়েছেন, ঐ নারীর পরিবারের কয়েকজন সদস্য থানায় এসে কথিত জ্বীনের বেগমসহ অন্য সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে গত রবিবার তাদেরকে আটক করে। থানা থেকে তাদের চারজনকে আদালতে পাঠানো হলে সেখান থেকে তাদের কা’রাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।