সম্প্রতি আবারো আলোচনায় এসেছে একটি ঘটনা। আর এই ঘটনার সাথে জড়িত রয়েছে সিটি ব্যাংকের বর্তমান চেয়ারম্যান এর স্ত্রী।এ নিয়ে একটি লেখনী প্রকাশ করেছেন জার্নালিস্ট জুলকারনাইন সায়ের। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-
কি সব ঘটনা যে শুনতে পাচ্ছি! সিটি ব্যাংকের চেয়ারম্যানের স্ত্রী সম্প্রতি তার ভারতীয় জিম ইনস্ট্রাকটারের সাথে প্রণয়ে লিপ্ত হওয়ায় টিটো সাহেব স্ত্রীকে তালাক দিতে উদ্যত হন। এটা শুনে তার স্ত্রী তাবাসসুম সম্পদের ভাগ সহ ৩০০ কোটি টাকা দাবি করে বসেন।
টিটো এই অর্থ ও সম্পদ প্রদানে রাজি না হওয়ায়, তাবাসসুম তার ভাই সাবের হোসেন চৌধুরীর প্ররোচনায় কয়েকটি মামলা করেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার টিটোর বিরুদ্ধে।
এদিকে আবার টিটোকে এই সকল মামলার হাত থেকে রক্ষা করতে ও ঘটনা মিটমাট করতে — প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে সিটি ব্যাংক থেকে সম্প্রতি ১২ কোটি টাকা নিয়ে নেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
এখন তো একতা কাপুর’কে খবর দিতে হয়। এসব নিয়ে রিপোর্ট না, তৈরী করতে হবে “কাহানী চোর-চোর কি”
প্রসঙ্গত, এই প্রথম নয় এর আগে সিটি ব্যাংকের চেয়ারম্যান নিয়ে হয়েছে ব্যাপক সমালোচনা। বিশেষ অর্থ আত্মসাৎ নিয়ে তার নাম বার বার উঠেছে নানা ধরনের সমালোচনা। তারপরেও তিনি রয়েছেন বহাল তবিয়তে।