Saturday , April 1 2023
Breaking News
Home / Entertainment / বিনোদন জগতে কান্নার রোল: মনটা খুব খারাপ, তুমিও তোমার প্রিয় বন্ধু মান্নার কাছে চলে গেলে

বিনোদন জগতে কান্নার রোল: মনটা খুব খারাপ, তুমিও তোমার প্রিয় বন্ধু মান্নার কাছে চলে গেলে

দীর্ঘদিন ধরে মরণঘাতী ক্যান্সারে ভুগে অবশেষে গতকাল (৬ মার্চ) সন্ধ্যায় নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঐদিনই রাজধানী ঢাকা আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে ‘বেদের মেয়ে জোসনা, ‘কোটি টাকার কাবিন, ‘বিক্ষোভসহ বহু চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছেন তিনি।

মাসুম বাবুলের প্রয়াণে শোক প্রকাশ করেছেন টলিউড ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজ থেকে মাসুম বাবুলের একটি ছবি পোস্ট করে লিখেছেন:
“মনটা খুব খারাপ হয়ে গেলো… অনেক অনেক ছবি করেছি তোমার সাথে, বাবুল… কত গল্প, কত হাসি, দারুন দারুন কাজ… তুমি আমাকে বলতে “Magic Girl”… বড় তাড়াতাড়ি চলে গেলে… অনেক লড়াই করলে… এখন তোমার প্রিয় বন্ধু মান্নাভাই – এর কাছে চলে গেলে… কত কাজ করেছি আমরা সবাই… সব স্মৃতি হয়ে গেলো…ভালো থেকো যেখানেই থাকো….”

এ বিষয়ে আজ (মঙ্গলবার) সকালে সংবাদ মাধ্যমকে ঋতুপর্ণা জানান, মাসুম বাবুলের প্রস্থানের খবরটি শোনার পর থেকেই তার খুব খারাপ লাগছে। তার সাথে কাজ করার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে।

এদিকে বাংলার অন্যতম এই নক্ষত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছন ভক্ত-শুভাকাঙ্খীসহ ঢাকাই চচ্চিত্রের এক ঝাঁক তারকারাও। এ সময়ে তার আত্মার শান্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান তারা।

About Rasel Khalifa

Check Also

ক্ষমা চাইলেন এই জনপ্রিয় অভিনেত্রী, সুর বদলানোয় মুখোমুখী হলেন হাজারও প্রশ্নের

উরফি জাভেদকে চেনে এমন মানুষ খুজে পাওয়া যাবে না। বিশেষ করে অদ্ভুত সব খোলামেলা পোষাক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *