মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ও ছাত্রীদের মাঝে সম্পর্ক গড়ে ওঠার পর তারা অসামাজিক বা আপত্তিকর কাজে জড়িয়ে পড়েন। এমন ঘটনা ঘটার সংখ্যা অনেক বেশি। এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রেমিক প্রেমিকার আপত্তিকর কাজের সময় ধরা পড়েছে নিরাপত্তা কর্মকর্তার হাতে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
সোমবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় লেক থেকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা আবদুস সালাম সেলিম ও নিরাপত্তা প্রহরী তোফাজ্জল হোসেন তাদের আটক করেন। পরে তাদের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। এ সময় তাদের বিয়ের কথা বললে প্রেমিক অসম্মতি জানান।
জানা যায়, আটক হওয়া ছেলেটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র এবং লালন শাহ হলের আবাসিক ছাত্র। আর মেয়েটি ঢাকার ইডেন কলেজের প্রথম বর্ষের ছাত্রী। গ্রেফতারকৃত ছেলের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জের সুজালপুর এবং মেয়ের বাড়ি খুলনা জেলার পাইকগাছার আলমতলা গ্রামে।
এদিকে ফে”সবুকে যোগাযোগের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ৪ মার্চ ছেলের ডাকে মেয়েটি ক্যাম্পাসে আসে। ক্যাম্পাসে এলে ছেলেটি তাকে তার এক বান্ধবীর হলে রাখেন। পরে সোমবার সকালে বিশ্ববিদ্যালয় লেক থেকে আপ”ত্তিকর অবস্থায় তাদের আটক করা হয়।
ছাত্র উপদেষ্টা বলেন, ছাত্র আমাদের হেফাজতে আছে। তার বাবাকে খবর দেওয়া হয়েছে। ওর বাবা এসে মেয়েকে নিয়ে যাবে। তাদের বিয়ে করা বা না করা তাদের পারিবারিক ব্যাপার।
ড. আমজাদ হোসেন যিনি সহকারী প্রক্টর হিসেবে রয়েছেন তিনি ঘটনার বিষয়ে জানান, আমি ঘটনাটি শোনার পর সেখানে গিয়েছিলাম। পরবর্তি সময়ে সেখানে থেকে তাদের প্রক্টর অফিসে নিয়ে আসি। ইতিমধ্যে দুজনের অভিভাবকের সাথে কথা বলা হয়েছে, ছেলেটিকে বিশ্ববিদ্যালয়ে তার বিভাগের দায়িত্বে দেওয়া হয়েছে এবং মেয়েটিকে তার অভিভাবকদের ডেকে তাদের কাছে পাঠানো হয়েছে।