আবারো উত্তাল বাংলাদেশের মিডিয়া জগৎ। আর বরাবরের মত এবারও এর পেছনে একটি নাম রয়েছে আর সেই নামটি হলো অপু বিশ্বাস। বাংলাদেশের জনপ্রিয় তারকা জুটি অনন্ত জলিল-বর্ষা। তাদের দুই ছেলে আছে। হঠাৎ একটি ভিডিওর মাধ্যমে দেখা যায় অনন্ত জলিলের মেয়ের গায়ে হলুদ। ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন অপু বিশ্বাস। বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বলেননি এই অভিনেত্রী।
ভিডিওতে অনন্ত জলিলকে কনের পাশে বসে হলুদ মাখিয়ে বর-কনেকে খাওয়াতে দেখা যায়। এটি ২০১৮ সালের একটি ভিডিও। তবে কামরুজ্জামান দোলার নামে এক ব্যক্তির ফেসবুক পেজ থেকে জানা যায়, এটি ২৭ এপ্রিল ২০১৮ সালের একটি বিয়ের ভিডিও। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন- জুই ম্যাডামের বিয়ের অনুষ্ঠান (মাননীয় চেয়ারম্যান অনন্তের কন্যা। জলিল স্যার)।
এছাড়া ২৯ জুন ২০১৮ তারিখে মোহাম্মদ সাইদুর রহমান নামে এক ব্যক্তি ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ছবিতে অনন্ত জলিলকে দেখা যায়। সাইদুর রহমান এর ক্যাপশনে লিখেছেন- নায়ক অনন্ত জলিল স্যার তার মেয়ের স্বামীর সাথে।
এই ভিডিও লিঙ্কের কমেন্ট রুমে অপু বিশ্বাসকে অনেকেই প্রশ্ন করেছেন- অনন্ত জলিল কি আগে বিয়ে করেছেন?
এর আগে অনন্ত জলিলের আগের বিয়েতে ছুরিকাঘাত করেছিলেন মিশা সওদাগর। অনন্ত জলিলের মেয়ের গায়ে গায়ে হলুদ নাকি বিয়ে হয়েছে তা স্পষ্ট নয়। অনন্ত-বর্ষা কেউই বিষয়টি নিয়ে কথা বলেননি।
প্রসঙ্গত, এবারই প্রথম নয় অনন্ত জলিলের আগের বিয়ে নিয়ে এর আগে খোঁচা দিয়েছিলেন মিশা সওদাগর। আর সে সময়েও বেশ সমালোচনা হয়েছিল তাকে নিয়ে। অনন্ত জলিলের মেয়ের গায়ে হলুদ বা বিয়ে কিনা তা পরিষ্কার নয়। বিষয়টি নিয়ে মুখ খোলেননি অনন্ত-বর্ষা দুজনের কেউ-ই। কিন্তু এ নিয়ে ইতিমধ্যে নেটিজেনদের মধ্যে তৈরী হয়েছে নানা ধরনের আলোচনা সমালোচনা।