Thursday , March 30 2023
Breaking News
Home / Entertainment / অমিতাভ বচ্চনকে ‘মৃত’ ঘোষণা চিকিৎসকের, প্রকাশ্যে সেই কারন

অমিতাভ বচ্চনকে ‘মৃত’ ঘোষণা চিকিৎসকের, প্রকাশ্যে সেই কারন

বি-টাউনের অন্যতম কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক এবং সাবেক রাজনীতিবিদ অমিতাভ বচ্চন। দীর্ঘ ৫ দশকের ক্যারিয়ারে একাধিক ব্যবসায় সফল সিনেমা উপহার দিয়েছেন, আর সেই সাথে কুড়িয়েছেন কোটি কোটি ভক্তের ভালোবাসা। তবে এই মুহূর্তে শারীরিক ভাবে খুব এক ভালো নেই গুণী এই অভিনেতা।

সম্প্রতি শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অমিতাভ বচ্চন। ভারতের হায়দ্রাবাদে ‘প্রোজেক্ট কে’ সিনেমার শুটিং করতে গিয়ে এই ঘটনা ঘটেছে বলে নিজের ব্লগে জানিয়েছেন অভিনেতা। জানান, ভারতের হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিং করছিলেন তিনি।

সেখানেই পাঁজরে চোট পান বিগ বি। পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গেছে। অভিনেতাকে দ্রুত হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার প্রয়োজনীয় পরীক্ষা করেন। বুকে ব্যান্ডেজ করা আছে। তবে এখন কিছুটা ভালো আছেন অভিনেতা।

তবে শুটিং সেটে গুরুতর আহত অমিতাভ এই প্রথম নয়। অভিনেতা ৪০ বছর আগে মারাত্মক আহত হয়েছিলেন। এরপর চিকিৎসকরা তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেন!

প্রায় ৪০ বছর আগে ১৯৮২ সালে, বিগ বি বেঙ্গালুরুতে ‘কুলি’ ছবির শুটিং চলাকালীন পুনিত ইস্যারের সাথে একটি অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করছিলেন। দৃশ্যে গুরুতর আহত হন অমিতাভ বচ্চন।

বিগ বি একটি গুরুত্বপূর্ণ মুহুর্তে লাফিয়ে উঠেছিলেন, যার ফলে তার সহ-অভিনেতা দুর্ঘটনাক্রমে তার অন্ত্রে একটি মারাত্মক কিল মেরে বসেন। দুজনেরই অজ্ঞান হয়ে এই দুর্ঘটনা ঘটে। পেটে আঘাত পেয়ে বিগ বি জ্ঞান হারিয়ে ফেলেন এবং তাকে দ্রুত সেন্ট ফিলোমেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে মুম্বাইতে স্থানান্তরের পরামর্শ দেন।

হাসপাতালে ভর্তি হওয়ার সময় অমিতাভের তলপেটে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। ফলস্বরূপ, অভিনেতাকে প্রাথমিকভাবে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করা হয়েছিল। চিকিৎসকরা অবশ্য তাকে অ্যাড্রেনালিন ইনজেকশন দিয়ে পুনরুজ্জীবিত করেন। চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টার পর জীবিত হলেন বিগ বি।

গুণী এই অভিনেতার সুস্থতার খবরে আনন্দের বন্যা বইতে থাকে গোটা বিনোদন পাড়ায়। কেননা এই পরিস্থিতিতে তাকে আবারো ফিরে পাবে, এমন আশা যেন ছেড়েই দিয়েছিলেন অনেকেই।

About Rasel Khalifa

Check Also

যাদের কাছে আমার ছবি রয়েছে, ডিলিট করে দেবেন: অভিনেত্রী মৌসুমী

নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। তিনি সিনেমায় অভিনয়ের পর তাকে আর পেছেন ফিরে তাকাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *