বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়েছে দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পুকে। যদিও তিনি এখনো তার দায়িত্বও বুঝে নেননি। তবে আনুষ্ঠানিকতা হয়ে গেছে পরিপূর্ণ। এ দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন।
এক অভিনন্দন বার্তায় নরেন্দ্র মোদি বলেন,‘মুক্তিযোদ্ধা হিসেবে মো. সাহাবুদ্দিনের অবদান এবং বিচারক হিসেবে অভিজ্ঞতা দেশের সর্বোচ্চ পদের জন্য তাৎপর্যপূর্ণ।’
তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রকৃত সম্পর্ক দুই দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও জনগণের পারস্পরিক সম্পর্কের গভীরে নিহিত।’
প্রধানমন্ত্রী মোদি বলেন, “বাংলাদেশের একজন পরীক্ষিত বন্ধু হিসেবে আমরা উভয় দেশের জনগণের কল্যাণে বহুমুখী অংশীদারিত্ব বাড়াতে বদ্ধপরিকর।”
মো. সাহাবুদ্দিনের দূরদর্শী নেতৃত্বে দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা করেন।
ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছেন।
প্রসঙ্গত, একটা সময়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছিল কে হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি। তবে সব আলোচনাকে পেছনে ফেলে দিয়ে ক্ষমতাসীন দল সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি ঘোষণা করে গেলো মাসে।