শারীরিক অসুস্থতা নিয়ে গতকাল সোমবার (৬ মার্চ) দুপুরে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন ছোট ভাই আবদুল কাদের মির্জা।
আর এদিকে আজ মঙ্গলবার কাদের মির্জার হার্টে অস্ত্রোপচার করে একটি রিং প্রতিস্থাপন করা হয়েছে নিশ্চিত করে তার দ্রুত সুস্থতা কামনা করে ছেলে মির্জা মাশরুর কাদের তাশিক সংবাদ মাধ্যমকে জানান, বাবা বুকে ব্যথা নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি। মঙ্গলবার সকালে এনজিওগ্রাম করা হয়। পরে বিকেলে ড. কায়সার নাসিরুল্লাহ খান হৃদয়ে একটি রিং প্রতিস্থাপন করেন। এর আগেও দুটি রিং বসানো হয়েছিল।
তাশিক মির্জা আরও বলেন, বাবাকে এখন ‘ক”’রো”না”’রি কে’য়ার ইউ’নিটে (সি’সি’ই’উ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তিনি তার বাবার সুস্থতার জন্য এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।
কাদের মির্জা টানা তৃতীয় মেয়াদে বসুরহাট পৌরসভাসহ চারবারের নির্বাচিত মেয়র। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি।
তার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসির কাছে দোয়া চেয়েছনে দলের নেতাকর্মীরাও। হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।