Thursday , March 30 2023
Breaking News
Home / Entertainment / বিমানবন্দরে চরম লজ্জার মুখে বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী, বিষয়টি মেনে নিতে পারছেন না ভক্তরা

বিমানবন্দরে চরম লজ্জার মুখে বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী, বিষয়টি মেনে নিতে পারছেন না ভক্তরা

বলিউডের নতুন প্রজন্মের অন্যতম উদীয়মান জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান। তার আরো একটি পরিচয়-তিনি বলিউড কিংবদন্তি তারকা সাইফ আলী খানের মেয়ে। বিনোদন জগতে আত্মপ্রকাশের পরপরই রীতিমতো বেশ আলোচনায় রয়েছেন তিনি। কখনো অভিনয়, আবার কখনো ব্যক্তিগত নানা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের শিরোনামে দেখা গেছে তাকে।

তবে অনুরাগীদের সঙ্গে হামেশা সুসম্পর্ক তার। সবসময় সেলফির চাহিদা পূরণ করেন। কিন্তু সম্প্রতি বিমানবন্দরে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে সাইফ-কন্যাকে।

হামেশাই বিমানবন্দরে তারকাদের ছবি তোলা হয়। কিন্তু এবার বিমানবন্দরে সারাকে চরম লজ্জার মুখে পড়তে হলো! একজন প্রাপ্তবয়স্ক লোক সবার সামনে যেভাবে তার সাথে আচরণ করেছে তা খুবই লজ্জাজনক। তবে জবাবে সাড়া দেননি সারা।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে, সারা বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় সেলফি তোলার জন্য একগুচ্ছ হট্টি দ্বারা ঘিরে ছিল। হাসিমুখে ছবি তুলতে এগিয়ে আসেন অভিনেত্রীও। এমন সময় একজন বৃদ্ধ লোক সারার কাছে আসছিলেন। সারার মুখের সামনে গিয়ে বলল, ‘ওদের নিয়ে সময় নষ্ট করছ কেন?’

একথা শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন সারা। আসলে, প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হওয়া সত্ত্বেও, সারা সম্ভবত কখনই ভাবেননি যে হঠাৎ কেউ তার মুখে এমন কথা বলবেন। ঠিক সেই মুহূর্তে নিজেকে সামলে নিয়ে আবারও হাসিমুখে তার তরুণ ভক্তদের সঙ্গে ছবি তুলেছেন নায়িকা।

ভিডিওটি দেখার পর নায়িকার ভক্তরা তার সমালোচনা করেছেন। তারা লিখেছেন, “এমন আচরণ মোটেও ঠিক নয়। শুধু নায়িকা বলে অপমানিত হওয়ার অধিকার কি তার আছে?’ আরেকজন লিখেছেন,‘ বয়স বাড়ায় লোকটার ভীমরতি হয়েছে’।

এক নেটিজেন কড়া ভাষায় লেখেন, ‘বয়স বেশি হলেই সম্মান মেলে না। নিজের আচরণ আর ব্যবহার দিয়ে সম্মান আদায় করতে হয়।’ কেউ কেউ আবার ওই প্রৌঢ়র হয়েও সওয়াল করেছেন। তাদের বক্তব্য, ‘উনি ভুল তো বলেননি। সত্যি তো তারকাদের সময় নষ্ট করার কোনো মানে নেই।’

উল্লেখ্য, ২০১৮ সালে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে বলিউডে আত্মপ্রকাশ করনে সারা আলী খান। এরপর ‘সিম্বা’ সিনেমার মাধ্যমে সবার নজরে আসেন তিনি।

About Rasel Khalifa

Check Also

যাদের কাছে আমার ছবি রয়েছে, ডিলিট করে দেবেন: অভিনেত্রী মৌসুমী

নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। তিনি সিনেমায় অভিনয়ের পর তাকে আর পেছেন ফিরে তাকাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *