Thursday , March 30 2023
Breaking News
Home / Countrywide / উল্টো দিকে যান চালাতে বাঁধা, পুলিশ সদস্যকে বেদম পিটুনি নারীর (ভিডিও)

উল্টো দিকে যান চালাতে বাঁধা, পুলিশ সদস্যকে বেদম পিটুনি নারীর (ভিডিও)

বিপরীত দিক থেকে অটোরিকাশা চালিয়ে নিয়ে আসার ঘটনায় বাধা দেওয়ার কারনে নারায়ণগঞ্জের ট্রাফিক পুলিশ সদস্য মো. সুলতান আহমেদের ওপর হা”/মলা চালায় অটোরিকশায় থাকা নিলুফা বেগম নামে এক নারী। হাম”/লার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। এ ঘটনার পর ঐ নারীকে আটক করে পুলিশ এবং এরপর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোমবার (৬ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শিমরাইল ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দিলীপ কুমার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

গ্রেফ”তারকৃত নিলুফা বেগম সিদ্ধিরগঞ্জের সালমা টাওয়ার এলাকার অস্থায়ী বাসিন্দা। সে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কালিনপুর এলাকার মাসুদের স্ত্রী।

পুলিশ জানায়, রোববার (৫ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিপরীত দিকে যানবাহন চলাচল বন্ধ করার দায়িত্বে ছিলেন কনস্টেবল সুলতান আহমেদ। এ সময় সাইনবোর্ড থেকে চট্টগ্রাম রোড বাসস্ট্যান্ডের দিকে আসা একটি অটোরিকশা বিপরীত দিকে এলে সুলতান তার গতি থামানোর সংকেত দেন। চালক তা অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার অটোরিকশাটি উল্টে যায়। সেই সময় অটোরিকশায় থাকা নিলুফারের ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে যায়।

পরে ওই নারী উত্তেজিত হয়ে ট্রাফিক পুলিশের সদস্য সুলতানের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পুলিশ সদস্য সুলতান তা দিতে অস্বীকৃতি জানালে নিলুফা ও তার সঙ্গে থাকা লোকজন সুলতানের ওপর হাম”/লা করে এবং তাকে মা”রধর করে। এতে পুলিশ সদস্যের কটি ও ইউনিফর্ম ছিঁড়ে যায়। পরে স্থানীয় জনতা এগিয়ে এসে পুলিশ সদস্য সুলতানকে উদ্ধার করে এবং হা’/মলাকারী নিলুফা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করে। কনস্টেবল সুলতানকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, ট্রাফিক পুলিশ কনস্টেবল সুলতানের ওপর হাম”লার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় হাম”লাকারী নারী নিলুফা বেগমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসা”মিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই ধরনের ঘটনা ঘটানোর কারন হিসেবে ঐ নারী কোনো বক্তব্য দিয়েছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে অটোরিকশাটি ঠিক কী কারনে এমন একটি রাস্তায় উল্টে গেল সে বিষয়টির পেছনে ঐ পুলিশ সদস্য দায়ী কিনা সেটা সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।

 

About bisso Jit

Check Also

গোপনে মোবাইল ফোন দেখে তারাবি নামাজ পড়ান ইমাম, মুসল্লিদের মাঝে ক্ষোভ

শুরু হয়েছে রমজান মাস। প্রতিবছরের ন্যায় এবছরেও মানুষ সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের আশায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *