সম্প্রতি বাংলাদেশে একটি বিষয় নিয়ে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা আর সমালোচনা। আর এই বিষয়টি হলো সম্প্রতি দেশে পাট দিবস উপলক্ষে মন্ত্রনালয়ের একটি ছবি প্রকাশ হয়। আর সেই ছবিতে দেখা যায় পাটের পাতার বদলে সেখানে গাজার পাতার ছবি দেয়া রয়েছে আর সেই থেকেই সবখানে শুরু হয় এ নিয়ে সমালোচনা। এ নিয়ে এবার একটি লেখনী লিখেছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব। পাঠকদের উদ্দেশ্যে আশরাফুল আলম খোকনের স্ট্যাটাসটি তুলে ধরা হলো হুবহু:-
ছবিটা পাট পাতা নাকি গাজার পাতা,আমি নিজেও জানিনা।তবে, যা বুঝলাম,এই জাতির পাট পাতার প্রতি অনেক মায়া।
এই মায়াটা যদি পাটের প্রতি তারা দেখাইতো,তাহলে সোনালী আঁশ এভাবে হারিয়ে যেত না।
যারা শুধুই সমালোচনা করছেন,হলফ করে বলতে পারি এর অর্ধেকও,নিজেরাই পাট পাতা চিনেন না।
তারা গাজার পাতা চিনেন,সে জন্যই নিশ্চিত করে বলতে পারছেন এটা পাট পাতা না,গাঁজা গাছের পাতা।
প্রসঙ্গত, এ দিকে পাট মন্ত্রনালয় ইতিমধ্যে এ নিয়ে দিয়েছে একটি বিবৃতি। তারা জানিয়েছেন এটা গাজার পাতা নয় এটি পাটের একটি নতুন জাত। তবে এ নিয়ে নিশ্চিত কিছু বলতে পারেনি তারা।